Recruitment 2022|| শতাধিক শূন্যপদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক নিয়োগ করবে 'এই' বিশ্ববিদ্যালয়

Last Updated:

AIIMS Faculty Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#বিলাসপুর: সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিলাসপুরের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১১৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদসংখ্যা 
প্রফেসর২৯
অ্যাডিশনাল প্রফেসর২৩
অ্যাসোসিয়েট প্রফেসর২৮
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর৩৬
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাঅল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিলাসপুর (All India Institute of Medical Sciences)
পদের নামফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা১১৬
কাজের স্থানবিলাসপুর
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৫.০২.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন-https://aiimsbilaspur.edu.in/common/images/recruitment/Detailed%20Advertisement%20GROUP-A.pdf
যে প্রার্থীদের আবেদনগুলি নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে গৃহীত হবে এবং যারা প্রয়োজনীয় ফি জমা দেবে তাদের আবেদনপত্র ইনস্টিটিউটের স্ক্রুটিনি কমিটি দ্বারা যাচাই করা হবে এবং শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ইনস্টিটিউটের স্থায়ী নির্বাচন কমিটির সামনে ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
advertisement
আবেদন ফি:
যে প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফি হিসাবে ২০০০ টাকা দিতে হবে। SC/ST শ্রেণীর প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে আবেদন ফি বিলাসপুর এইচপি-তে নির্বাহী পরিচালকের উদ্দেশে ডিমান্ড ড্রাফ্টের আকারে প্রদান করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022|| শতাধিক শূন্যপদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক নিয়োগ করবে 'এই' বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement