TET News: গ্রুপ ডি পর এবার টেটে ক্যাটেগরি অনিয়ম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
TET News: ৪ সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।
#কলকাতা: ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের 'টেট' (TET) অস্বস্তি। টেট ২০১৪ নিয়ে হাইকোর্টে (High Court) অস্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদের টেটে 'ক্যাটাগরি' অনিয়ম নিয়ে এবার অভিযোগ। সোমবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি (Group D) নিয়োগ নিয়ে সিবিআইকে (CBI) প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এসএসসির (SSC) অস্বস্তির খবরের মাঝেই আবারও সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট অস্বস্তির খবর। গ্রুপ-ডি তে (Group D) ভুয়ো নিয়োগ হয়েছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। আর এবার প্রাথমিক টেট (TET) এর ক্যাটাগরি অনিয়ম অভিযোগকে প্রাথমিকভাবে মান্যতা আদালতের। টেটের (TET) সাধারণ ক্যাটাগরি সফল প্রার্থী কীভাবে 'সংরক্ষণ' ক্যাটাগরিতে ঢুকে পড়লে। তারই কৈফিয়ত চেয়ে হাইকোর্টে মামলা করেন নিয়োগপ্রার্থী। জুলাই ২০২১ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর কাছে লিখিত অভিযোগ জানান ওই পরীক্ষার্থী। কেন সংরক্ষণ তালিকার মধ্যে সফল সাধারণ ক্যাটাগরি প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হবে সেই নিয়ে অভিযোগ করেন। ক্যাটাগরি অনিয়ম সংশোধনেে আবেদন করেও কাজ হয়নি।
advertisement
advertisement
তাই হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হন পশ্চিম মেদিনীপুরের বেলদার এই নিয়োগ প্রার্থী। অভিযোগ জেনে প্রশ্ন কোলকাতা হাইকোর্টের, কীভাবে এমনটা সম্ভব।অনিয়ম অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ সচিবকে। ৪ সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুর বেলদা পরীক্ষার্থীর আইনজীবী অতরূপ বন্দ্যোপাধ্যায় এবং সমিত ভঞ্জ জানান, ‘‘ক্যাটাগরি অনিয়মের অভিযোগ একজন দুইজন নয় অনেকজনেরই।এক্সেমপটেড ক্যাটাগরিতে আমাদের মতন মক্কেলদের ঢুকিয়ে দিয়ে কোথাও একটা অনিয়ম করা হয়েছে বলে আমাদের অনুমান । তাই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন পদক্ষেপ করতে এবং পর্ষদ কে যুক্তিগ্রাহ্য একটা সমাধানে উপনীত হতে ।’’
advertisement
আইনজীবী সমিত ভঞ্জ আরও জানান, ‘‘ক্যাটাগরি অনিয়মের আরও অনেক অভিযোগ আমাদের কাছে আসছে। পর্ষদ কী পদক্ষেপ নেয় তা দেখেই আমরা পরবর্তী আইনী পদক্ষেপ এর পথে হাঁটব। এখনও ৩ সপ্তাহ সময় হাতে রয়েছে বোর্ডের কাছে।’’ টেট নিয়ে নানা অভিযোগের মধ্যে ক্যাটাগরি অনিয়ম সাম্প্রতিক সময়ে নতুন বলেই মনে করছেন আইনজীবীদের অনেকে।
ARNAB HAZRA
Location :
First Published :
November 24, 2021 10:26 AM IST