EM Bypass: বাইপাসে গাড়ি চলবে আরও দারুণ, নতুন উড়ালপুলে যাতায়াত হবে সহজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাইপাস পাচ্ছে নয়া উড়ালপুল, নকশা চূড়ান্ত করলে কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা , থাকছে তিনটি র্যাম্প। উড়ালপুলের নীচে রুবিতে হচ্ছে স্কাইওয়াক।
#কলকাতা: শহরের বুকে নয়া ফ্লাইওভার (Flyover)। ইএম বাইপাসের (EM Bypass) উপরে হতে চলেছে এই ফ্লাইওভার। যার পরিধি বাইপাসের ওপরে নোনাডাঙ্গা ক্রসিং বা লস্করহাট থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি পর্যন্ত। প্রায় ২.২ কিমি লম্বা হতে চলেছে এই উড়ালপুল। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা এই উড়ালপুলের নকশা চূড়ান্ত করেছে৷
বাইপাসের দুই প্রান্ত জুড়ে তিন, তিন করে ছয় লেনের এই ফ্লাইওভার হতে চলেছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা RITES ইতিমধ্যেই এই উড়ালপুলের বিষয়ে ড্রাফট পরীক্ষা করে পাঠিয়ে দিয়েছে কেএমডিএ-র কাছে। শহরের গতি বাড়াতে একাধিক উড়ালপুলের (Flyover) প্রস্তাব করেছে রাজ্য নগরায়ন দফতর। তার মধ্যে অন্যতম হল বাইপাসের (Bypass) উপর এই নয়া উড়ালপুল। নিত্যদিন ভিআইপি বাজার থেকে অভিষিক্তা মোড় পর্যন্ত অফিস টাইমে ব্যাপক যানজট হয়। সেই যানজট (Transport) মেটাতে প্রয়োজন ছিল একটি উড়ালপুলের (Bypass) । যেহেতু বাইপাসের মধ্যবর্তী অংশ দিয়ে গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ রয়েছে তাই এখানে নয়া কাঠামো নির্মাণে অসুবিধা রয়েছে। তাই বাইপাসের (Bypass) দু'প্রান্ত ধরে বানানো হবে এই উড়ালপুল। দুটি প্রান্তই হতে চলেছে ৩ লেন করে। ফলে যে সংখ্যক গাড়ি চলাচল করে, বাইপাস ধরে, তা যাতায়াতে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে কেএমডিএ। ভিআইপি বাজার থেকে ওঠা ফ্লাইওভার নামবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে।
advertisement
advertisement
আরও পড়ুন - Earn Money: Brinjal-র কামাল জানেন, স্বল্প বিনিয়োগেই হবে কামাল, বাড়িতে বসেই Lakh-Lakh আয়
এই অংশ থেকে একটি প্রান্ত নামবে অভিষিক্তা মোড়ে। RITES সূত্রে খবর, এই অংশ মেট্রো লাইনের অনেকটা ওপর দিয়েই নামবে। যা যুক্ত করবে আনোয়ার শাহ রোডকে।এই অংশের সর্বাধিক উচ্চতা হবে প্রায় ২০ মিটারের কাছাকাছি। গোটা উড়ালপুল (Flyover) হবে মেট্রোর পিলারের চেয়ে উঁচু। সাধারণত মেট্রোর পিলারের উচ্চতার ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে এটিকে। সেভাবেই নকশা করেছে RITES। এই উড়ালপুল হতে চলেছে প্রায় ৩ কিলোমিটার লম্বা। এই উড়ালপুলের একটি প্রান্ত নামবে অভিষিক্তা মুখী অংশে রুবি মোড়ের কাছে। ফলে যে সব গাড়ি বিমানবন্দর থেকে এসে গড়িয়াহাটের দিকে যেতে চান তারা এটা ব্যবহার করবেন। দক্ষিণমুখী একটি প্রান্ত নামবে অভিষিক্তার কাছে সেখান দিয়ে যে সব গাড়ি যাদবপুর যেতে চায় তারা যাবে। আবার অভিষিক্তা থেকে উত্তরমুখী একটা র্যাম্প বানানো হবে। ফলে যে সব গাড়ি যাদবপুর থেকে সায়েন্স সিটি আসবে তারা এই র্যাম্প ধরতে পারবে।
advertisement
অন্যদিকে, এই সেতুর নীচে রুবি মোড়ে বানানো হচ্ছে একটি স্কাই ওয়াক। পথচারীদের জন্যে এটি বানানো হবে। উড়ালপুল তৈরি করতে খরচ হবে প্রায় ৫০০ কোটি টাকা। তিন বছরের মধ্যেই এই কাজ শেষ হবে।তবে কাজ কবে থেকে শুরু হবে তা এখনও নিশ্চিত করেনি রাজ্য।
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2021 9:56 AM IST