Murshidabad News: ইজরায়েলে ডক্টরেট করতে গিয়ে ঘরবন্দি মুর্শিদাবাদের ফারুক! আতঙ্কে লালগোলার পরিবার
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
ইজরায়েলে ডক্টরেট করতে গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন লালগোলার ফারুক আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা গভীর দুশ্চিন্তায় আছেন এবং সরকারের কাছে তাকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
মুর্শিদাবাদ: ইজরায়েলে ডক্টরেট করতে গিয়ে আতঙ্কে লালগোলার পরিবার, যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তায় ফারুকের ভবিষ্যৎ। ইজরায়েলে ডক্টরেট করতে গিয়েছেন লালগোলার ছাত্র ফারুক আব্দুল্লাহ। সেখানে টপোলজিক্যাল ইনসুলেটর নিয়ে রিসার্চ করেন। সেই ডক্টরেট করতে গিয়েই বিপত্তিতে পড়লেন মুর্শিদাবাদের লালগোলার কালমেঘা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা ফারুক আব্দুল্লাহ। ছ’মাস ইজরায়েলে থাকার পরে মাস তিনেক আগে বাড়ি ফিরেছিলেন ফারুক। মাস তিনেক ধরেই ইজরায়েলেই বসবাস করছেন তিনি।
দুশ্চিন্তায় পরিবার। ইরান এবং ইজরায়েলের যুদ্ধ চলছে পুরোদমে। প্রতিনিয়তই একে অপরের ওপর চলছে হামলা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রচুর সাধারণ মানুষের মাঝেই ইসরাইলে আটকে পড়ল লালগোলার যুবক। চোখে মুখে আতঙ্কের ছাপ বাবা-মা সহ পরিবারের সদস্যদের। কখন ফিরবে ছেলে? প্রতিনিয়ত সরকারের কাছে তাদের আবেদন ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গভীর চিন্তায় আছেন। টেলিফোনে কথা হলেও মন মানছে না বাবা-মায়ের। তাদের আশা বাড়ি ফিরে আসুক ছেলে। ইতিমধ্যেই টেলিফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে। ছেলে জানিয়েছেন, তিন থেকে চার কিলোমিটার দূরেই বোমা বিস্ফোরণ হয়েছে। আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে তারা। ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে ভারতীয়দের। একটি লিস্ট এসে পৌঁছেছে, কিন্তু সেই লিস্টে নাম নেই তার। হয়তো পরবর্তী লিস্টে নাম থাকতে পারে সেই আশায় দিন গুনছে ফারুক। প্রতিনিয়ত টেলিফোনে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছে সে ভাল আছে। পরিবারের অপেক্ষায় একটাই কবে ফিরবে ঘরের ছেলে ঘরে?
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 1:59 PM IST