11th and 12th Class Recruitment Result:প্রকাশিত এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ পরীক্ষার ফল, ডকুমেন্ট ভেরিফিকেশন ১৭ নভেম্বর থেকে

Last Updated:

ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হল সেখানেই পরীক্ষার্থীদের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে

SSC Declares declares 11th and 12th class recruitment result
SSC Declares declares 11th and 12th class recruitment result
কলকাতা: প্রকাশিত হল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। আজ কোনও তালিকা প্রকাশ নয় কমিশনের। শুধুমাত্র কোন পরীক্ষার্থী কোন বিষয়ে ৬০ নম্বরের মধ্যে কত নম্বর পেলেন তা জানতে পারবেন ওয়েবসাইট মারফত। স্কুল শিক্ষা দফতর থেকে আসবে ফের চূড়ান্ত শূন্য পদের তালিকা। একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকা আসবে কমিশনে।তারপর সেই শূন্য পদের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে।
ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হল সেখানেই পরীক্ষার্থীদের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
advertisement
advertisement
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হল। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি। গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
11th and 12th Class Recruitment Result:প্রকাশিত এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ পরীক্ষার ফল, ডকুমেন্ট ভেরিফিকেশন ১৭ নভেম্বর থেকে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement