সোমবারে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জেলাশাসকদের সঙ্গে করবেন বৈঠক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
দু'দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: দু’দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবারেই উত্তর কন্যায় এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতে পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসকদের সোমবারের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
সম্প্রতি ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে। প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকে। এই গোটা বিপর্যয় পর্বে মোট দু’বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দ্বিতীয়বারের সফরে বেশ কয়েকদিন সেখানে থাকেন তিনি। ঘুরে দেখেন বন্য়া বিপর্যস্ত এলাকাগুলি। সেখান থেকে মৃতদের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের সফরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য় তুলে দিতে চলেছেন মমতা। তিনিই আগেই জানিয়ে দিয়েছিলেন দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে ওইদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে কোন কোন ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের প্রয়োজন তা জানতে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মূলত উত্তরকন্যাতেই হবে এই বৈঠক।
advertisement
advertisement
একইসঙ্গে, দুর্যোগ কাটলেও এখনও ওই সকল এলাকার মানুষদের মনে আতঙ্ক কাটেনি, তাই কোন কোন এলাকা এখনও ক্ষতিগ্রস্ত রয়েছে। তা জানাতেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 8:12 PM IST

