North Bengal Offbeat Tour| Icche Gaon|| 'এখানে মেঘ গাভীর মতো চরে', জানলার খুললেই কাঞ্চনজঙ্ঘা, দোলের ছুটিতে ডেস্টিনেশন ইচ্ছেগাঁও

Last Updated:

North Bengal Offbeat Destination: বসন্তে ঠান্ডা হালকা কমে যায় তাই পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়ার আলাদা অনুভূতি। এই দোলের ছুটিতে তাই ঘুরে আসতে পারেন ইচ্ছেগাঁও থেকে।

ইচ্ছেগাঁও
ইচ্ছেগাঁও
কালিম্পং: ঘুরে বেড়ানো যাঁদের নেশা, কোনও মরসুমের তোয়াক্কা তাঁরা করেন না। বারো মাসই তাঁদের মন ঘুরতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। শীতের শেষে বসন্তের শুরুতে বেড়াতে যাওয়ার উৎসাহ আরও বেড়ে যায়। বসন্তে ঠান্ডা হালকা কমে যায় তাই পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়ার আলাদা অনুভূতি। এই দোলের ছুটিতে তাই ঘুরে আসতে পারেন ইচ্ছেগাঁও থেকে।
কালিম্পং থেকে এই জায়গার দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। খুবই ছোট্ট গ্রাম। হাতেগোনা কয়েকটি কাঠের বাড়ি। রঙিন অর্কিড আর পাহাড়ি জংলা ফুলে রঙে রঙে ভরে উঠেছে চারদিক। দূর থেকে দেখলে মনে হবে গ্রাম নয়, যেন খুব যত্ন নিয়ে ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী। পেঁচানো রাস্তা পেরিয়ে যখন গ্রামে পৌঁছবেন, মনে হবে স্বপ্ন দেখছেন। গ্রামের উপর মাঝেমাঝেই নেমে আসে পেঁজা তুলোর মতো হালকা মেঘ। লেপচা ভাষায় ‘ইচেগাঁও’ কথাটির অর্থ হল উঁচু গ্রাম। পাহাড়ের কোলে এই গ্রামের কোনও টিলার উপর দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য আপনার মন কেড়ে নিতে বাধ্য।
advertisement
আরও পড়ুনঃ লাভার পথে পাহাড়ের কোলে হাতছানি দিচ্ছে 'এই' গ্রাম, দোলের ছুটিতে ঘুরেই আসুন
সাজানো-গোছানো এই গ্রাম ঘুরে ফেলতে পারেন পায়ে হেঁটে। এখানে কোনও ক্লান্তি নেই, কোলাহল নেই, শুধু আছে এক অপার শান্তি। রাত নামলে যেন আরও বেশি সুন্দরী হয়ে ওঠে ইচ্ছেগাঁও। অন্ধকারে ইচ্ছেগাঁওয়ের বাতাস আদিম নির্জনতার কথা বলে। গ্রাম ঢলে পড়ে ঘুমে, কিন্তু ইচ্ছেগাঁওয়ের আকাশে জেগে ওঠে উজ্জ্বল কিছু তারা। সেই নক্ষত্রের আলো জোনাকির মতো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
advertisement
advertisement
ইচ্ছেগাঁওয়ের ঘুম ভাঙায় কাঞ্চনজঙ্ঘা। জানলার পর্দা সারালেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপ। সূর্যের আলো পাহাড়ের গায়ে বিচ্ছুরিত হয়ে গোটা গ্রামে আনাচ-কানাচে ছড়িয়ে পড়ে।
হাওড়া কিংবা শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি যেতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা কালিম্পং। সেখান থেকে গাড়িতে ইচ্ছেগাঁও।
advertisement
কোথায় থাকবেন?
এখানে প্রচুর হোমস্টে রয়েছে। পছন্দমতো কোনও একটিতে থাকলেই হল। তবে সব সময়ে ফাঁকা পাওয়া যায় না। তাই আগে থেকে বুক করে যেতে হবে। নয়তো জায়গা পাওয়া মুশকিল।
ট্রেক করার ইচ্ছা থাকলে এখান থেকেই বেরিয়ে পড়তে পারেন। এই গ্রামের পূর্ব দিকে রয়েছে সিলারিগাঁও। উঁচু পাইনের বন আর পাখিদের কলকাকলিতে পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। দোলের ছুটিতে আপনি প্রিয়জনের সঙ্গে ঘুরে আসতেই পারেন ইচ্ছেগাঁও।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
North Bengal Offbeat Tour| Icche Gaon|| 'এখানে মেঘ গাভীর মতো চরে', জানলার খুললেই কাঞ্চনজঙ্ঘা, দোলের ছুটিতে ডেস্টিনেশন ইচ্ছেগাঁও
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement