Darjeeling Offbeat Tourism|| দার্জিলিং গিয়ে 'এই' ছোট্ট গ্রামে যাওয়া হয়নি? আর দেরি নয়, এ বারে অবশ্যই ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
North Bengal offbeat places: তিনচুলে গ্রাম থেকেই হোমস্টে মুভমেন্ট শুরু হয়েছিল। এখন এই গ্রামের প্রধান আকর্ষণই হোমস্টে ।প্রায় ২০০ হোমস্টে রয়েছে এই গ্রামে। ধীরে ধীরে হোমস্টে হাব হয়ে উঠছে এই তিনচুলে।
দার্জিলিং: তিনচুলে শব্দের অর্থ তিনটি চুলা বা উনুন। তিনচুলে দার্জিলিংয়ের কাছে একটি ছোট গ্রাম। সম্প্রতি কয়েকবছরে কমিউনিটি পর্যটন বিকাশে স্থানীয় লোকদের প্রচেষ্টার কারণে বিখ্যাত হয়ে উঠেছে এই ছোট্ট গ্রাম। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকার আর্থসামাজিক উন্নতিতে প্রচেষ্টার জন্য ডব্লিউডব্লিউএফ তিনচুলেকে একটি মডেল গ্রাম ঘোষণা করেছে।
তিনচুলের বাসিন্দারা বন নার্সারি নির্মাণ, ফুল চাষ, জৈব-কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট এবং এই জাতীয় আরও অনেক পরিবেশ বান্ধব প্রকল্প হাতে নিয়েছে। গ্রাম থেকেই হোমস্টে মুভমেন্ট শুরু হয়েছিল। এখন এই গ্রামের প্রধান আকর্ষণই হোমস্টে। প্রায় ২০০ হোম স্টে রয়েছে এই গ্রামে। এই গ্রামে এলে পর্যটকরা বায়ো-অর্গানিক খাবার পান। বলা জেতেই পারে ধীরে ধীরে হোমস্টে হাব হয়ে উঠছে এই তিনচুলে।
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ে গিয়ে আপনি আদৌ হোম স্টে-তেই থাকছেন তো? অবশেষে আসল রহস্য ফাঁস!
তিনচুলে গ্রামে কী রয়েছে?
advertisement
তিনচুলের প্রধান আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামে কোনও প্রধান সড়ক নেই। আপনি নিরাপদে বহুদূর হেঁটে যেতে পারবেন গাড়ির হর্ন না শুনেই। গ্রামের শান্ত প্রকৃতি এবং মনোরম আবহাওয়া এখানে কবি, লেখক, প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফারদের আকৃষ্ট করেছে। সামগ্রিকভাবে তিনচুলেতে তেমন দেখার মতো কিছুই নেই। কিন্তু পাহাড়প্রেমীরা এখানে নিজেদের মতো দু'দিন শুধুই প্রকৃতির শব্দ শুনেই কাটিয়ে দিতে পারেন।
advertisement
তিনচুলে সানরাইজ পয়েন্টঃ এই জায়গাটি তিস্তা উপত্যকা-সহ আশেপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখায়। কালিম্পং-সহ এই অঞ্চলের সমস্ত প্রধান স্থান এবং পূর্ব ও দক্ষিণ সিকিমের নামচি এখান থেকে দেখা যায়।
তিনচুলে মনাস্ট্রিঃ স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই স্থান। আপনি যদি তিনচুলে যান বা একটা দিন কাটান, তবে এই ছোট মঠটি অবশ্যই দেখতে যাবেন। স্থানীয়রা ১৭ বছর ধরে মঠে ধ্যানরত একজন সন্ন্যাসীর গল্প বলে।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:58 PM IST