Dakshin Dinajpur News: পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কলকাতায়, সেই সুযোগে ফাঁকা বাড়ি থেকে সবকিছু নিয়ে গেল চোর

Last Updated:

বালুরঘাটের শিবতলি এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বিষয়টি খেয়াল করেন।

দক্ষিণ দিনাজপুর: পরিবারের সকলে মিলে কলকাতায় ডাক্তার দেখাতে যান। সেই সুযোগে ফাঁকা বাড়ি থেকে সবকিছু নিয়ে গেল চোর বা চোরের দল। খোদ বালুরঘাট শহরে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বালুরঘাটের শিবতলি এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বিষয়টি খেয়াল করেন। তাঁরা দেখেন, সদর দরজার তালা ভাঙা ,সেটি হাট করে খোলা আছে। বাড়ির ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে রাখা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ডাক্তার দেখানোর জন্য ওই বাড়ির সদস্যরা কলকাতায় গিয়েছিলেন। গোটা বাড়িটাই ফাঁকা অবস্থায় তালা-চাবি দেওয়া ছিল। সেই সুযোগে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর একাধিক আলমারি ভেঙে টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
advertisement
তবে ঠিক কত টাকা বা কত সোনার গয়না খোয়া গেছে তা ওই বাড়ির সদস্যরা না ফিরলে বলা সম্ভব নয়। তাঁদেরকে এই বিপর্যয়ের কথা ফোন করে জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে। তারা আশ্বস্ত করেছে, খুব দ্রুত চোরের দলকে ধরে ফেলা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য কলকাতায়, সেই সুযোগে ফাঁকা বাড়ি থেকে সবকিছু নিয়ে গেল চোর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement