South Dinajpur News: বালুরঘাট জেলে ফের বন্দি মৃত্যু, গারদের আড়ালে কোন রহস্য?

Last Updated:

এক খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।  সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

দক্ষিণ দিনাজপুর:  বালুরঘাট সংশোধনাগারের মৃত বন্দি, কিন্তু এই প্রথম নয়। এর আগেরও ঘটেছে। এক খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।  সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম রবি ওরাও। বয়স ষাট বছর। বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার তপনের অন্তশিমূল গ্রামে। বালুরঘাট হাসপাতাল পুলিশ মর্গে এদিন ওই মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়। দিন চারেক আগে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে।
advertisement
advertisement
সংশোধনাগার সূত্রে জানা যায়, রবি ওরাও বছর কয়েক আগে, নিজের জামাই বাবুকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন। বিচারাধীন অবস্থায় বালুরঘাট সংশোধনাগারে বন্দী ছিলেন তিনি।
প্রসঙ্গত, বালুরঘাট সংশোধনাগারে অন্য এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছিল। মৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুরে। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত বাসিন্দারা সাহাপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
advertisement
মৃতের নাম মনিরুল হক। বয়স  ৪৩ বছর। তার বাড়ি গোয়ালপোখরের দক্ষিণ সাহাপুরে। সে পেশায় চালক ছিলেন। গোয়ালপোখর থানার পুলিশ মাদক মামলায় (এনডিপিএস) তাকে গ্রেপ্তার করেছিল। তাকে বালুরঘাট জেলে রাখা হয়েছিল।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: বালুরঘাট জেলে ফের বন্দি মৃত্যু, গারদের আড়ালে কোন রহস্য?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement