Durga Puja 2024: বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা বানিয়ে চমক! রূপালির বাড়িতে প্রতিমা দেখতে ভিড়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
বাড়ির অব্যবহৃত কাপড়ের টুকরো দিয়ে দুর্গা বানিয়ে চমকে দিলেন বালুরঘাটের রূপালিদেবী। তাঁর বানানো মূর্তি দেখতে ভিড় স্থানীয়দের।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের রথতলার গৃহিনী রুপালী চক্রবর্তী। তিনি নিজেই পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন দুর্গা প্রতিমা। তবে খড়-মাটি দিয়ে নয়,বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো আর সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা,গণেশ,কার্তিক,সরস্বতী, লক্ষীসহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন তিনি।
তাঁর কথায়,সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি কাপড় আর সুচ সুতো নিয়েই হাতের কাজ করতে ভালবাসেন। তবে, শুধুমাত্র দেবী দুর্গাই নয়, দেবীর পায়ের কাছে রয়েছে অসুরও। ২০ দিনেই রূপালী চক্রবর্তী গড়ে তুলেছেন দুর্গাপ্রতিমা। যা দেখতে পাড়াপড়শিরাও এখন থেকেই ভিড় জমাচ্ছেন।
advertisement
advertisement
রূপালী দেবীর এমন প্রতিভার কথা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে। শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে ভিড় করছেন।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2024: বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা বানিয়ে চমক! রূপালির বাড়িতে প্রতিমা দেখতে ভিড়
