হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
চাকরি দেওয়ার নামে দিঘায় যুবতীর শ্লীলতাহানি, গ্রেফতার হাওড়ার যুবক

Crime|| চাকরি দেওয়ার নামে দিঘায় যুবতীর শ্লীলতাহানি, গ্রেফতার হাওড়ার যুবক

X
দিঘায় [object Object]

Digha Crime: চাকরি দেওয়ার নাম করে দিঘার এক যুবতীকে নিয়ে এসে শ্লীলতাহানির চেষ্টা মৃত্যুঞ্জয় দাস নামে হাওড়া লিলুয়া থানা এলাকার বাসিন্দা ওই যুবক।

  • Share this:

দিঘাঃ চাকরি দেওয়ার নাম করে দিঘায় নিয়ে এসে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার হাওড়ার যুবক। চাকরি দেওয়ার নাম করে দিঘার এক যুবতীকে নিয়ে এসে শ্লীলতাহানির চেষ্টা মৃত্যুঞ্জয় দাস নামে হাওড়া লিলুয়া থানা এলাকার বাসিন্দা ওই যুবক।

ঘটনায় জানা গিয়েছে, যুবতী স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। ফোনে যুবকের সঙ্গে পরিচয় হয়। চাকরি দেওয়ার নাম করে তাঁকে দিঘায় নিয়ে যান একটি হোটেলে ওঠেন। হোটেলে উঠে যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ অ্যাডিনোভাইরাস কীভাবে ছড়ায়? আর কতদিন থাকবে? প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসকের অদ্ভূত নিদান

বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায় এলাকায়।

পঙ্কজ দাশরথী

Published by:Shubhagata Dey
First published:

Tags: Digha