Crime news: প্রাণের 'দাম' তিরিশ টাকা! ধার নিয়ে নৃশংস পরিণতি হল দিল্লির যুবকের
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সোনুর পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে রাহুল এবং হরিশ৷ এর পরেই রাস্তার উপরে লুটিয়ে পড়ে সে৷
দিল্লি: মাত্র তিরিশ টাকা নিয়ে বচসা। আর তার জেরে এক যুবককে খুন করে ফেলল দুই ভাই। বৃহস্পতিবার নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোনু৷ সে একটি ক্যাটারিং সংস্থার হয়ে বিয়ে বাড়িতে কাজ করত৷ অভিযুক্ত দু' জনের মধ্যে অন্যতম রাহুলও তার সঙ্গে কাজ করতেন৷ অভিযোগ, কয়েকদিন আগে রাহুলের থেকে টাকা ধার নিয়েছিল সোনু৷ তা নিয়েই দু' জনের মধ্যে কয়েকদিন ধরে বিবাদ চলছিল৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোনুর সঙ্গে দেখা করে রাহুল এবং তার ভাই হরিশ৷ সোনুর থেকে টাকা ফেরত চায় তারা৷ এই নিয়েই তিনজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়৷
advertisement
advertisement
অভিযোগ, সোনুর পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে রাহুল এবং হরিশ৷ এর পরেই রাস্তার উপরে লুটিয়ে পড়ে সে৷
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে আহত সোনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনায় অভিযুক্ত দু' জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷
Location :
Other India
First Published :
Feb 24, 2023 12:30 PM IST








