Jalpaiguri Knife Attack: ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জলপাইগুড়িতে ৮ জনকে কোপাল যুবক! আশঙ্কাজনক ৪

Last Updated:

তহিদুলের কিছুটা মানসিক সমস্যা ছিল৷ কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেননি কেউ৷

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা৷
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা৷
#রকি চৌধুরী, কলকাতা: সাত সকালে জলপাইগুড়িতে রক্তারক্তি কাণ্ড৷ জলপাইগুড়ির বানারহাটে ছুরি নিয়ে একের পর এক স্থানীয় বাসিন্দাকে কোপালো যুবক৷ ঘটনায় আহত হয়েছেন ৮ জন৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
তাঁদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়৷ অভিযুক্ত যুবক তহিদুল বককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকার বাসিন্দারা সেই যুবককে আটক করে তারপর গণপিটুনি দেয়। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে খবর৷ পুলিশ গিয়ে সেই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ঘুম থেকে উঠেই রুদ্রমূর্তি ধারণ করে তহিদুল৷ হঠাৎই একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়ে সে৷ এর পর হাতের সামনে যাঁকে পেয়েছে, তাঁকেই ছুরি দিয়ে কোপাতে শুরু করে ওই যুবক৷ প্রথমে মজিনা খাতুন নামে এক মহিলার উপরে চড়াও হয় তহিদুল৷ তাঁর চিৎকারে ছুটে আসেন অনেকে৷ এর পরে তাঁদের উপরেও হামলা চালায় ওই যুবক৷
advertisement
জানা গিয়েছে, তহিদুলের কিছুটা মানসিক সমস্যা ছিল৷ কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেননি কেউ৷ আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের মধ্যে নূর হোসেন (৩০),ফরিদুল ইসলাম (৪৫),মনিজা খাতুন (৫০),রপিনা খাতুনের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Jalpaiguri Knife Attack: ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জলপাইগুড়িতে ৮ জনকে কোপাল যুবক! আশঙ্কাজনক ৪
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement