Bengaluru: পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময়ই হার্ট অ্যাটাক! বৃদ্ধের মৃত্যুতে ফাঁস হল পরকীয়া

Last Updated:

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন আগেই ওই ব্যবসায়ীর অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#বেঙ্গালুরুর: বাড়ির পরিচারিকার সঙ্গে সঙ্গমে মত্ত ছিলেন বৃদ্ধ৷ তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর৷ ভয় পেয়ে স্বামী এবং ভাইয়ের সাহায্য নিয়ে সেই দেহই লোপাট করে দিয়েছিলেন সেই পরিচারিকা৷
এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল বেঙ্গালুরুর জে পি নগর এলাকায়৷ ৬৭ বছর ওই ব্যক্তির নাম সুব্রহ্মণ্যম ৷
বেঙ্গালুরু সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুর একটি জনমানবহীন এলাকা থেকে ৬৭ বছর বয়সি ওই ব্যবসায়ীর দেহ উদ্দার হয়৷ সেই ঘটনার তদন্তে নামে পুলিশ৷
advertisement
advertisement
তদন্তে উঠে আসে, ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে সম্পর্ক ছিল৷ মতের কল রেকর্ড ঘেঁটেও পুলিশ নিশ্চিত হয়েছে, নিয়মিত ওই মহিলার বাড়িতে যাতায়াত ছিল ওই ব্যবসায়ীর৷
মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন আগেই ওই ব্যবসায়ীর অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল৷ ঘটনার দিন ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বেরোন তিনি৷ এর পর আর ফিরে আসেননি৷
advertisement
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে ওই পরিচারিকার বাড়িতে যান বৃদ্ধ৷ ওই মহিলার সঙ্গে সঙ্গমে মেতে ওঠেন তিনি৷ ধৃত পরিচারিকা পুলিশকে জানান, সঙ্গম চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন বালাসুব্রহ্মণ্যম৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর৷ যা দেখে ঘাবড়ে যান ওই পরিচারিকা৷ খুনের দায়ে তাঁর নাম জড়িয়ে পড়তে পারে, এই ভেবেই নিজের স্বামী এবং ভাইকে খবর দেন তিনি৷ এর পর তিন জনে মিলে প্ল্যাস্টিকে মুড়ে ওই ব্যক্তির দেহ একটি নির্জন এলাকায় ফেলে আসেন৷
advertisement
ওই ব্যবসায়ীর ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ৷ তদন্তে নেমে ওই পরিচারিকা, তাঁর স্বামী এবং ভাইকে গ্রেফতার করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru: পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময়ই হার্ট অ্যাটাক! বৃদ্ধের মৃত্যুতে ফাঁস হল পরকীয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement