কন্ডোমের মেয়াদ দেখে ব্যবহার করেন? যৌনাঙ্গে হার্পিসের মতো রোগকে ডেনে আনবেন না!

Last Updated:
কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
1/8
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। কিন্তু অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। (ছবি প্রতীকী)
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। কিন্তু অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। (ছবি প্রতীকী)
2/8
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন। (ছবি প্রতীকী)
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন। (ছবি প্রতীকী)
3/8
তাই কন্ডোমের ব্যবহার ও চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন, কন্ডোমের ব্যবহার বহু গুরুতর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে বাঁচাতে পারে। আর এটাই হল কন্ডোমের ব্যবহারের অন্যতম সদর্থক দিক। (ছবি প্রতীকী)
তাই কন্ডোমের ব্যবহার ও চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন, কন্ডোমের ব্যবহার বহু গুরুতর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে বাঁচাতে পারে। আর এটাই হল কন্ডোমের ব্যবহারের অন্যতম সদর্থক দিক। (ছবি প্রতীকী)
4/8
যে কোনও ওষুধের রয়েছে এক্সপায়ারি ডেট। সেভাবে দেখতে গেলে কন্ডোমেরও রয়েছে এক্সপায়ারি বা মেয়াদ ফুরনোর তারিখ। এবার অনেকে সেই দিকটা দেখতে ভুলে যান। কারণ বেশিরভাগ মানুষই জানেন যা এই জিনিসটারও একটা মেয়াদ রয়েছে। সেই মেয়াদ পেরিয়ে যাওয়া সম্ভব। (ছবি প্রতীকী)
যে কোনও ওষুধের রয়েছে এক্সপায়ারি ডেট। সেভাবে দেখতে গেলে কন্ডোমেরও রয়েছে এক্সপায়ারি বা মেয়াদ ফুরনোর তারিখ। এবার অনেকে সেই দিকটা দেখতে ভুলে যান। কারণ বেশিরভাগ মানুষই জানেন যা এই জিনিসটারও একটা মেয়াদ রয়েছে। সেই মেয়াদ পেরিয়ে যাওয়া সম্ভব। (ছবি প্রতীকী)
5/8
যৌনরোগ যেমন হার্পিসে সাধারণত যৌনাঙ্গের চারপাশে চুলকানি, ফোলাভাব এবং ব্যথা দেখা যায়। যৌন সংযোগে এই রোগ ছড়িয়ে পড়ে। এই রোগ সম্পূর্ণ ভাবে সারানো না গেলেও চিকিৎসায় রোগের উপসর্গগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সংক্রামণ যাতে ছড়িয়ে না পরে, তা-ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রোগের ফেল ছেলেদের শুক্রাণু কমে যেতে পারে। ঠিক সময়ে চিকিৎসা না করালে সন্তানের জন্মের সময়ে এই রোগ সন্তানের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। (ছবি প্রতীকী)
যৌনরোগ যেমন হার্পিসে সাধারণত যৌনাঙ্গের চারপাশে চুলকানি, ফোলাভাব এবং ব্যথা দেখা যায়। যৌন সংযোগে এই রোগ ছড়িয়ে পড়ে। এই রোগ সম্পূর্ণ ভাবে সারানো না গেলেও চিকিৎসায় রোগের উপসর্গগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সংক্রামণ যাতে ছড়িয়ে না পরে, তা-ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রোগের ফেল ছেলেদের শুক্রাণু কমে যেতে পারে। ঠিক সময়ে চিকিৎসা না করালে সন্তানের জন্মের সময়ে এই রোগ সন্তানের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। (ছবি প্রতীকী)
6/8
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোমের ব্যবহার এ ধরনের যৌনরোগ থেকে অনেকটাই সুরক্ষা দেয়। ১০০ শতাংশ সুরক্ষা মিলবেই এমন কথা কেউ না বললেও, এটি ব্যবহারে কোনও ক্ষতি নেই। বরং অনেক দিক থেকেই সুরক্ষিত থাকতে পারা যায়। (ছবি প্রতীকী)
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোমের ব্যবহার এ ধরনের যৌনরোগ থেকে অনেকটাই সুরক্ষা দেয়। ১০০ শতাংশ সুরক্ষা মিলবেই এমন কথা কেউ না বললেও, এটি ব্যবহারে কোনও ক্ষতি নেই। বরং অনেক দিক থেকেই সুরক্ষিত থাকতে পারা যায়। (ছবি প্রতীকী)
7/8
আসলে কন্ডোমের মেয়াদ থাকার একটি নির্দিষ্ট কারণ রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গাইনিকোলজিস্ট ডা: নেরিস বেনফিল্ড বলেন, এক্ষেত্রে একটা সময়ের পর কন্ডোমের বিভিন্ন উপাদান খারাপ হতে থাকে। ল্যাটেক্স থেকে শুরু করে পলিউরেথান, ল্যাম্বস্কিনের মান খারাপ হয়ে যায়। (ছবি প্রতীকী)
আসলে কন্ডোমের মেয়াদ থাকার একটি নির্দিষ্ট কারণ রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গাইনিকোলজিস্ট ডা: নেরিস বেনফিল্ড বলেন, এক্ষেত্রে একটা সময়ের পর কন্ডোমের বিভিন্ন উপাদান খারাপ হতে থাকে। ল্যাটেক্স থেকে শুরু করে পলিউরেথান, ল্যাম্বস্কিনের মান খারাপ হয়ে যায়। (ছবি প্রতীকী)
8/8
এবার এর মান খারাপ হলে সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে কন্ডোমের ফ্লেক্সিবিলিটি কমে। তা খুব সহজে ছিঁড়ে যেতে পারে। ফলে এক্সপায়ারড কন্ডোম ব্যবহার করলে মানুষের যৌনরোগ বা অনিচ্ছাকৃত গর্ভধারণের ঘটনা ঘটে যেতে পারে। ফলে কন্ডোম ব্যবহারের সময় অবশ্যই মেয়াদ দেখে নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (ছবি প্রতীকী)
এবার এর মান খারাপ হলে সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে কন্ডোমের ফ্লেক্সিবিলিটি কমে। তা খুব সহজে ছিঁড়ে যেতে পারে। ফলে এক্সপায়ারড কন্ডোম ব্যবহার করলে মানুষের যৌনরোগ বা অনিচ্ছাকৃত গর্ভধারণের ঘটনা ঘটে যেতে পারে। ফলে কন্ডোম ব্যবহারের সময় অবশ্যই মেয়াদ দেখে নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (ছবি প্রতীকী)