হোম /খবর /ক্রাইম /
খদ্দেরের সঙ্গেই প্রেম, বিয়ে! তার পর যা করল যৌনকর্মী, শিউরে উঠতে হয়

Crime News: খদ্দেরের সঙ্গেই প্রেম, বিয়ে! তার পর যা করল যৌনকর্মী, শিউরে উঠতে হয়

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

  • Share this:

চেন্নাই: গত মার্চ মাস থেকে নিখোঁজ ছিলেন এক যুবক৷ শেষ পর্যন্ত তাঁর টুকরো টুকরো করা দেহ উদ্ধার করল পুলিশ৷ যুবককে খুনের অভিযোগে তাঁরই প্রাক্তন প্রেমিকাকে গ্রেফতারও করা হয়েছে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে৷

জানা গিয়েছে মৃতের নামে এম জয়ন্থন৷ তিনি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি বিমানসংস্থার গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করতেন৷ নঙ্গনল্লুরে নিজের দিদির বাড়িতেই থাকতেন ওই যুবক৷ তাঁকে খুনের অভিযোগে ধৃত মহিলার বয়স ৩৯৷ ওই মহিলা যৌনকর্মী হিসেবে কাজ করেন বলেই পুলিশ সূত্রে খবর৷

আরও পড়ুন: স্বামীর খাবারে ঘুমের ওষুধ মেশালো স্ত্রী! তার পর...হাড় হিম করা ঘটনা মুর্শিদাবাদে

নিহত যুবকের দিদি পুলিশে অভিযোগ জানিয়ে দাবি করেছিলেন, গত ১৮ মার্চ থেকে তাঁর ভাই নিখোঁজ৷ এর পরেই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ কল রেকর্ডিং এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক মহিলার সঙ্গে দেখা করার জন্য জয়ন্থন পুদুক্কোট্টই গিয়েছিলেন৷ দু জনের মধ্যে সম্পর্কের কথাও জানতে পারে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে ওই মহিলা জয়ন্থনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকারও করে নেন৷

এক পুলিশকর্তা জানিয়েছেন, যৌনকর্মী ওই মহিলার কাছে খদ্দের হিসেবেই গিয়েছিলেন জয়ন্থন৷ সেই সূত্রেই তাঁদের আলাপ৷ এর পর কিছুদিনের মধ্যেই মন্দিরে গিয়ে বিয়েও করেন দু জনে৷ কিন্তু কিছুদিনের মধ্যেই আবার আলাদাও হয়ে যান তাঁরা৷

আরও পড়ুন: উত্তরবঙ্গে থেকে বীরভূম চলছে কারবার! যুবতীর ব্যাগে উঁকি দিতেই চোখ কপালে পুলিশের, চাঞ্চল্য

গত ১৮ মার্চ ওই মহিলার সঙ্গে দেখা করতে জয়ন্থন পুদুক্কোট্টাই পৌঁছন৷ তখনই অন্য এক ব্যক্তির সাহায্য নিয়ে জয়ন্থনকে খুন করে ওই মহিলা৷ এর পর জয়ন্থনের দেহ টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে তারা৷ সেই টুকরো টুকরো করা দেহ কোবলামে ফেলে আসা হয়৷ পুলিশ জানিয়েছে, এখনও গোটা ঘটনার তদন্ত চলছে৷

পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা নিজের পেশার জন্যই চেন্নাইয়ে যাতায়াত করত৷ সেই সূত্রেই বেশ কয়েকজন পুরুষের সঙ্গে পরিচিতি ছিল তাঁর৷ এ রকমই কয়েকজনের সাহায্য নিয়ে জয়ন্থনের দেহ লোপাট করা হয় বলে অভিযোগ৷ মোট দু বারে দেহের টুকরোগুলি কোবলামে ফেলে যাওয়া হয়৷ দেহের সেই টুকরোগুলো উদ্ধার করে শনাক্তকরণের কাজ চালাচ্ছে পুিলশ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, সেই খোঁজও চলছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Chennai, Crime News, Murder