Crime News: উত্তরবঙ্গে থেকে বীরভূম চলছে কারবার! যুবতীর ব্যাগে উঁকি দিতেই চোখ কপালে পুলিশের, চাঞ্চল্য

Last Updated:

Crime News: কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার, ধৃত এক যুবতী।

মুর্শিদাবাদ: ব্যাগে করে পাচারের সময় ৭৬২ গ্রাম হেরোইন-সহ এক যুবতীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সামসেরগঞ্জের তারাপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় যুবতীকে।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত যুবতীর নাম মরিওম খাতুন, বয়স ২৪। তাঁর বাড়ি বীরভূম জেলার দুবরাজপুরে। বুধবার উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে বাসে চেপে বীরভূমের দিকে যাচ্ছিল ওই যুবতী। কিন্তু ডাকবাংলো আসার আগেই তারাপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস থেকে নেমে যায়। তারাপুর থেকে টোটো ধরে ডাকবাংলো যাবার উদ্দেশ্য দাঁড়িয়ে ছিল। কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পায় পুলিশ। পুর সংলগ্ন এলাকায় থেকে যুবতীকে আটক করে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ
পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে প্রায় ৭৬২ গ্রাম হেরোইন উদ্ধার করে। তার পরেই গ্রেফতার করা হয় মরিওম খাতুন নামে ওই যুবতীকে। এই হেরোইনের বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। হেরোইনগুলো বীরভূমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাইবোনের ঝগড়ার মাঝেই ধারালো ছুরি দিয়ে কোপ! মারাত্মক কাণ্ড জলপাইগুড়িতে
বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। হেরোইন চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্তে করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। তবে মাদক পাচারের ঘটনায় যুবতীকে ব্যবহার করছিল পাচারকারীরা বলেই সন্দেহ পুলিশের। অন্যদিকে, এই মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত আছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: উত্তরবঙ্গে থেকে বীরভূম চলছে কারবার! যুবতীর ব্যাগে উঁকি দিতেই চোখ কপালে পুলিশের, চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement