জলপাইগুড়ির: দাদার হাতে খুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বোন। এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে ৭৩ মোড় সংলগ্ন দেবনগরের উত্তরপাড়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। দাদার হাতে বোন খুন হওয়ায় প্রতিবেশীরাও স্তম্ভিত।
জানা গিয়েছে মৃত বোন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গতকাল রাতে ভাই-বোনের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ হয়েছিল। প্রতিবেশীরা শুনতে পেয়েছিলেন। ওই সময় রাগের মাথায় মা বাবার সামনেই ছুরি দিয়ে বোনের পিঠে একাধিক বার আঘাত করলে গুরুতর আহত হয় বোন। রক্তাক্ত অবস্থায় বোনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র
আরও পড়ুন: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?
এই ঘটনায় দাদা রাহুল ঠাকুরকে পুলিশ আটক করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা উজ্জল সরকার বলেন যে, গতকাল তাঁদের ঝগড়ার শব্দ আসছিল। কী কারণে সেই বিবাদ সঠিক ভাবেও জানা নেই। তার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল মনে হচ্ছে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Jalpaiguri News