DYFI Procession: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র

Last Updated:

DYFI Procession: পুলিশকে চড় মারার ঘটনা অস্বীকার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বামেরা। 

মীনাক্ষী মুখোপাধ্যায়
মীনাক্ষী মুখোপাধ্যায়
হাওড়া: বামেদের যুব সংগঠনের হাওড়া জেলা পরিষদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়া জেলা পরিষদের সামনে। হাওড়া স্টেশন থেকে বাম যুব সংগঠনের বিশাল মিছিল হাওড়া মাছ বাজার ধরে চাঁদমারি ব্রিজ বা বাঙালি বাবু ব্রিজ অতিক্রম করে মিছিল এগিয়ে যায়। হাওড়া ফাঁসিতলা মোড় ও হাওড়া মেট্রো চ্যানেল অতিক্রম করে মিছিল বঙ্কিম ব্রিজের নিচে পুলিশ মিছিল আটকালেই শুরু হয় বাম সংগঠনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
মিছিলের নেতৃত্ব দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ জেলা ও রাজ্যস্তরের একাধিক DYFI নেতা। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় এক হাজার কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন। পঞ্চায়েত স্তরে বিভিন্ন দুর্নীতি ও পঞ্চায়েত থেকে জেলা পরিষদ দফতরে চাকরির দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল ছিল বলে দাবি বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। হাওড়া জেলা পরিষদের সামনেই বামেদের মিছিল আটকাতে শুরু হয় ধুন্দুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানাতে থাকে।
advertisement
. .
advertisement
. .
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা নিয়ে স্বাস্থ্য দফতরের চাকরি বিক্রি! এবার নজরে প্রকাশ সাহা
এরই মধ্যে কয়েকজন আন্দোলনকারী ব্যারিকেডের উপর উঠে জেলা পরিষদের দিকে যেতে গেলে তাঁদের টেনে নামিয়ে দেয় পুলিশ। অভিযোগ, সেখানেই হাওড়া সিটি পুলিশের কর্মরত এক পুলিশ কর্মীকে সজোরে চড় কষিয়ে দেন এক আন্দোলনকারী। এরপর আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বামেদের চারজন প্রতিনিধিকে জেলা পরিষদে স্মারকলিপি জমা দিয়ে যাওয়ার অনুমতি দেয়। এদিকে মিছিল আটকানোর প্রতিবাদে রাস্তায় বসে পড়ে মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বাম নেতৃত্ব। মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, 'আমরা এখন ডেপুটেশন দিচ্ছি, পঞ্চায়েত দফতর বা জেলা পরিষদ দুর্নীতি সামনে না আনে, তাহলে বড়সড় আন্দোলনে নামব।'
advertisement
আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন
তবে পুলিশকর্মীকে মারধরের ঘটনা অস্বীকার করেন মীনাক্ষী। পুলিশকে চড় মারার বিষয়ে জেলা বাম নেতৃত্ব নিন্দা করেছেন। তাঁদের দাবি সাদা পোশাকে থাকায় সমস্যা হয়েছে। বামেদের দাবি, পুলিশ কেন সাধারণ মানুষ কেও আক্রমণ মেনে নেওয়া যাবে না | একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশ তৃণমূলের দলদাসের মতো কাজ করছে বলে অভিযোগ করেন বাম নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DYFI Procession: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement