হোম /খবর /কোচবিহার /
রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ

Cooch Behar News: রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ

বামনহাট স্টেশন

বামনহাট স্টেশন

Cooch Behar News: মেলা দেখে ফিরে মদ্যপ অবস্থায় রেললাইনে বসে গল্প করছিলেন তিন জন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#বামনহাট: ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু তিন ব্যক্তির। রাত আনুমানিক প্রায় সাড়ে দশটা নাগাদ আচমকাই ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমার অন্তর্গত কিসামত দশ গ্রাম চৈতার ছড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈতার ছড়া এলাকায় রেললাইনের ধারে বসে ছিলেন তিন ব্যক্তি। ঠিক সেই সময় শিলিগুড়ি থেকে বামনহাট গামী প্যাসেঞ্জার ট্রেন আসে সেই লাইনে। তখন সেই ট্রেন তিনজন ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে বামনহাটের দিকে এগিয়ে যায়।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল রাজধানীতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ল সংসদেও

তারপরে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে রেললাইনের ধারে খণ্ড-বিখণ্ড দেহ পড়ে রয়েছে তিন ব্যক্তির। এই ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং বামনহাট থানার বিশাল পুলিশ বাহিনী। বামনহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন ব্যক্তির নাম কমলেশ বর্মণ, দয়াল বর্মণ এবং রনজিৎ বিশ্বাস। তিন ব্যক্তি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। মূলত অষ্টমী স্নানকে কেন্দ্র করে মেলা চলছিল এই এলাকায়। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: ভাইবোনের ঝগড়ার মাঝেই ধারালো ছুরি দিয়ে কোপ! মারাত্মক কাণ্ড জলপাইগুড়িতে

তিন ব্যক্তি মেলায় ঘুরতে এসেছিলেন। ঘুরতে আসার পরে মদ্যপ অবস্থায় তিন ব্যক্তি বসেছিলেন রেল লাইনের ধারে। তখনই আচমকাই শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন এই তিন ব্যক্তিকে ধাক্কা মেরে এগিয়ে যায় বামনহাট স্টেশনের দিকে। এই ঘটনার জেরে তিন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। এবং দ্রুত পৌঁছয় বামনহাট থানার পুলিশ।

সার্থক পণ্ডিত

Published by:Raima Chakraborty
First published:

Tags: Cooch Behar news, Train Accident