Valentines Day: ভালবাসার দিনেই রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর দাবি ১৫ হাজার,গড়িয়ায় মাথা ফাটল স্বামীর

Last Updated:

আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: আজ ভালবাসার দিন। আর ঠিক তার আগে দাবি মতো টাকা না পেয়ে স্ত্রীর মারে রক্তাক্ত হলেন স্বামী৷ এমনই মারাত্মক অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি৷
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের গড়িয়া সবুজ সংঘ এলাকার বাসিন্দা ওই দম্পতি বছর আটেক আগে প্রেম করেই বিয়ে করেছিলেন৷ তাঁদের একটি ৭ বছরের পুত্রসন্তানও রয়েছে৷
advertisement
advertisement
আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তিনি৷ সোমবার রাতে ফের একবার টাকা নিয়ে অশান্তি শুরু হয়৷ অভিযোগ তখনই স্বামীর মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন স্ত্রী৷ কেড়ে নেন গাড়ির চাবিও৷ মারের চোটে মাথায় ফেটে যায় ওই যুবকের৷ গন্ডগোলের কথা জানতে পেরে প্রতিবেশীরাই আহত যুবককে হাসপাতালে নিয়ে যান৷ তাঁর মাথায় ৬টি সেলাইও পড়েছে৷
advertisement
আক্রান্ত যুবকের অভিযোগ, শ্বশুরমশাইয়ের প্ররোচনাতেই এই ঘটনা ঘটিয়েছেন স্ত্রী৷ ঘটনার পরই স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক৷ তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে মারধর করতেন স্ত্রী৷ ঘটনারর তদন্ত শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Valentines Day: ভালবাসার দিনেই রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর দাবি ১৫ হাজার,গড়িয়ায় মাথা ফাটল স্বামীর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement