Valentines Day: ভালবাসার দিনেই রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর দাবি ১৫ হাজার,গড়িয়ায় মাথা ফাটল স্বামীর
- Published by:Debamoy Ghosh
Last Updated:
আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷
অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: আজ ভালবাসার দিন। আর ঠিক তার আগে দাবি মতো টাকা না পেয়ে স্ত্রীর মারে রক্তাক্ত হলেন স্বামী৷ এমনই মারাত্মক অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরে৷ স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি৷
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের গড়িয়া সবুজ সংঘ এলাকার বাসিন্দা ওই দম্পতি বছর আটেক আগে প্রেম করেই বিয়ে করেছিলেন৷ তাঁদের একটি ৭ বছরের পুত্রসন্তানও রয়েছে৷
advertisement
advertisement
আক্রান্ত যুবকের অভিযোগ, কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তিনি৷ সোমবার রাতে ফের একবার টাকা নিয়ে অশান্তি শুরু হয়৷ অভিযোগ তখনই স্বামীর মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন স্ত্রী৷ কেড়ে নেন গাড়ির চাবিও৷ মারের চোটে মাথায় ফেটে যায় ওই যুবকের৷ গন্ডগোলের কথা জানতে পেরে প্রতিবেশীরাই আহত যুবককে হাসপাতালে নিয়ে যান৷ তাঁর মাথায় ৬টি সেলাইও পড়েছে৷
advertisement
আক্রান্ত যুবকের অভিযোগ, শ্বশুরমশাইয়ের প্ররোচনাতেই এই ঘটনা ঘটিয়েছেন স্ত্রী৷ ঘটনার পরই স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক৷ তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে মারধর করতেন স্ত্রী৷ ঘটনারর তদন্ত শুরু করেছে পুলিশ৷
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 9:46 AM IST

