বর্ধমান: চাহিদা মতো বাপের বাড়ি থেকে টাকা আনতে পারেননি। সেই কারণে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পালিয়েও শেষরক্ষা হল না৷
বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মৃতার স্বামীর খোঁজ চলছিল। রবিবার মৃত ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতের নাম বুবাই নন্দী। বাড়ি বর্ধমান শহরের রথতলার পদ্মপুকুর এলাকায়। গত বুধবার শ্বশুরবাড়িতে মৌ নন্দী নামে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। মেমারি থানার রসুলপুরে তাঁর বাপের বাড়ি। পুলিশের কাছে লিখিত অভিযোগে মৃতার বাবা সুধন মিস্ত্রি জানিয়েছেন, চাহিদা মতো টাকা না দিতে পারায় তাঁর মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বামী ও তাঁর শ্বশুর বাড়ির লোক মারধর করে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলে দিয়েছে তাঁদের মেয়েকে। বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের ওপর অত্যাচার চালায় তাঁর স্বামী। মৃতার পরিবারের আরও অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা
বুধবার রাতে মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীর থেকে ফোন আসে। তারপরেই সেখানে ছুটে বাপের বাড়ির আত্মীয়রা। দেখেন বাড়িতে কেউ নেই। মেয়ে যেই ঘরে থাকে সেই ঘরের দরজা খোলা। পরে পুলিশ মারফত তারা জানতে পেরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন কিন্তু ততক্ষণে সব শেষ। তবে অভিযুক্তেরও শেষরক্ষা হয়নি৷ সোমবার গ্রেফতার করা হয় মৃতার পরিবারের সদস্যদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan