নিউ মার্কেটে ব্যবসায়ী জামতাড়াতে খুন, এবার অস্ত্রও উদ্ধার করল পুলিশ

Last Updated:

ধৃতদের দুজনকে নিয়ে ঘটনার  পুনর্নির্মাণ করল মিহি জাম থানার পুলিশ 

#কলকাতা: নিউ মার্কেটে সাইফ খান নামে ব্যবসায়ী জামতারাতে খুনের ঘটনায়  খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল মিহিজাম থানার পুলিশ  | মিহিজাম থানা সুত্রে খবর,  জামতারা বোধমা  ওভার ব্রিজের  নিচে ওই ধারালো লোহার শার্প চাকু জাতীয় ধারালো অস্ত্র  উদ্ধার হয়েছে |  কলকাতায় বেনিয়াপুকুর থেকে ধৃত আফতাব আলম ও নারকেলডাঙার নাজারে আলমকে কলকাতা  পুলিশের গুণ্ডা দমন শাখা গ্রেফতারের  পর ঝাড়খণ্ডে ট্রানসিট  রিমান্ডে নিয়ে যায় মিহিজাম থানা | ওখানে  জেরা করে  মিহিজাম থানার  পুলিশ | জানা যায় খুনের পর জামতারার বোধমা  ব্রিজের নিচে খুনে ব্যবহৃত অস্ত্র  ফেলে দিয়ে প্রমান লোপাটের  চেষ্টা করেছিল ধৃতরা  |
মঙ্গলবার ওই  দুই ধৃতকে নিয়ে জামতারা  ক্ষেতে  যেখানে সাইফ খানের দেহ মিলেছিল সেখানে রিকনস্ট্রাশন  বা ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ |নিউ মার্কেটে সাইফ খান নামে  ব্যবসায়ীর জামতারাতে গলা কেটে খুনের ঘটনায়  কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার অধিকারিকরা গ্রেফতার করে দুই অভিযুক্তকে  |  গোয়েন্দা সুত্রে খবর,  অভিযুক্তরা সাইফের থেকে প্রায় পনেরো লক্ষ টাকা ধার নেয় | কিছু টাকা ফেরত দিলেও প্রায় দু -তিন লক্ষ টাকা শোধ দেওয়া বাকি ছিল | সাইফ সেকারণে টাকা ফেরতের  জন্য অভিযুক্তদেরকে চাপ দিছিলো |  এরপরই  টাকা ফেরত দেবার অছিলায় মঙ্গলবার ডেকে নেয়  সাইফকে |
advertisement
গোয়েন্দা সূত্রে খবর, গত  ১৭ অগাস্ট  মঙ্গলবার সাইফ খান বাড়ি থেকে বের হন সন্ধ্যাবেলায় | আফতাব আলম ও নাজারে আলমের  সঙ্গে দেখা করে সাইফ | এরপর বিয়ারে মধ্যে ঘুমের ওষুধ  মিশিয়ে সাইফকে খাইয়ে দেয় | সাইফ অচৈতন্য হতেই গাড়িতে তুলে নিয়ে ঝাড়খণ্ডে  পৌঁছে যায় | সেখানে হাইওয়ে পাশে  জামতারায় একটি ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধারালো চাকু  দিয়ে  গলা কেটে নৃশংসভাবে হত্যা করে | এরপর মিহিজাম থানার পুলিশ ওই ক্ষেতের  মধ্যে  থেকে গলা কাটা  দেহ উদ্ধার করে | সাইফের পকেটে স্কুটির চাবি ছিল |  সেখানে চাবির রিংয়ের কলকাতার দোকানে ঠিকানা পায় পুলিশ | এরপর ওই দোকানে ফোন করে সাইফের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর  পায় মিহি জাম থানার পুলিশ | যোগাযোগ করে পরিবারের সঙ্গে ও নিউ মার্কেট  থানার সঙ্গে | সেই ঘটনায় এবার খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল মিহি জাম থানার পুলিশ |
advertisement
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নিউ মার্কেটে ব্যবসায়ী জামতাড়াতে খুন, এবার অস্ত্রও উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement