Siliguri News : বছরের শেষে কনকনে ঠান্ডা, দুপুর গড়ালেও শিলিগুড়িতে অধরা সূর্য, জবুথবু শহরবাসী
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Winter Weather Update: বছরের একেবারে শেষপ্রান্তে এসে শিলিগুড়ি যেন ঢুকে পড়েছে শীতের কড়া গ্রাসে। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টিতে ঢেকে যায় গোটা শহর। আশ্চর্যের বিষয়, দুপুর দুটো বেজে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বছরের একেবারে শেষপ্রান্তে এসে শিলিগুড়ি যেন ঢুকে পড়েছে শীতের কড়া গ্রাসে। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টিতে ঢেকে যায় গোটা শহর। আশ্চর্যের বিষয়, দুপুর দুটো বেজে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি। কুয়াশার ঘন চাদরে ঢেকে থাকায় দিনভরই এক ধরনের সন্ধ্যামাখা আবহ তৈরি হয়।
advertisement
advertisement
ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে যান চলাচলেও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ধীরগতিতে চলতে দেখা যায় যানবাহন। চালকদের অনেকেই দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হন। ফলে কিছু জায়গায় সাময়িক যানজটের ছবিও ধরা পড়ে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন এই শীতের দাপট বজায় থাকতে পারে। কুয়াশার পাশাপাশি মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে আপাতত স্বস্তির কোনো ইঙ্গিত নেই, বরং বছরের শেষ দিনে শিলিগুড়িবাসীর শীতের সঙ্গে লড়াই আরও কিছুদিন চলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য







