advertisement

Birbhum News: রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে তৈরি হচ্ছে এই শহরে সবচেয়ে বড় মন্দির, জানেন কোথায়?

Last Updated:

Birbhum News: বীরভূমের রামপুরহাট রেল স্টেশন থেকে পশ্চিম দিকে মাত্র তিন কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় দেবী বুংকেশ্বরীর মন্দির। এই মন্দিরের পশ্চিমমুখে বামাক্ষ্যাপার আসনটি আজও রয়েছে।

+
মন্দির

মন্দির

বীরভূম,সৌভিক রায়: বীরভূম মানেই লালমাটি জেলা আর লালমাটির শহর। বীরভূম মানেই লৌকিক অলৌকিক পৌরাণিক বিভিন্ন দর্শনীয় স্থানের প্রতীক। আর এই বীরভূমের মধ্যেই রয়েছে জাগ্রত অলৌকিক দেবী বুঙ্কেশ্বরী। এই মন্দির রয়েছে বীরভূমে। তবে কিভাবে পৌঁছাবেন এই মন্দির! বীরভূমের রামপুরহাট রেল স্টেশন থেকে পশ্চিমদিকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে দেবী বুঙ্কেশ্বরীর মন্দির। এই মন্দিরের পশ্চিমমুখে বামাক্ষ্যাপার আসনটি আজও আছে এখানে। এই আসনে বসেই তন্ত্রসাধনা করেছিলেন সাধক বামদেব বলে বিশ্বাস ভক্তদের। বুঙ্কেশ্বরী মন্দিরে তন্ত্রমতে দীক্ষা না-হলে পৌরোহিত্য করা যায় না।
বিশেষ তিথিতে কৌল-তান্ত্রিকরা এসে এখানে নিশিপুজো করেন। আর এই রামপুরহাটে বুঙ্কেশ্বরী তলায় তৈরি হচ্ছ বুঙ্কেশ্বরী মায়ের বিশাল মন্দির। আনুমানিক প্রায় কয়েক কোটি টাকা খরচ করে কেরলের একটি মন্দিরে আদলে তৈরী হচ্ছে এই মন্দির। তথ্য খুঁজে জানা গিয়েছে এতবড় মন্দির রামপুরহাট শহরে আর কোথাও নেই বললেই চলে। আসল যে মন্দির তার পাশে নির্মাণ হচ্ছে নতুন একটি মন্দির। বিশেষ করে রাজস্থান থেকে আমদানি করা উচ্চমানের মার্বেল পাথরের জন্যই খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি।
advertisement
মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, মন্দিরের নির্মাণকাজ এগিয়ে চললেও আর্থিক অভাবে পুরোপুরি সম্পূর্ণ করতে সমস্যা হচ্ছে। প্রায় ১০ বছর থেকে মন্দিরটি নির্মাণের কাজ চলছে। উন্নতমানের উপকরণ ব্যবহার করে মন্দিরটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করার পরিকল্পনা থাকলেও টাকার অভাবে কাজের গতি মন্থর হয়ে পড়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে।
advertisement
advertisement
তারা আশা প্রকাশ করেছেন যে, সকলের সহযোগিতায় এই মহৎ কাজ শীঘ্রই সম্পন্ন হবে এবং রামপুরহাট মহকুমায় একটি নতুন ধর্মীয় কেন্দ্র হিসেবে মা বুঙ্কেশ্বরী মন্দির উজ্জ্বল হয়ে উঠবে। এলাকাবাসীদের মতে, মন্দিরটি সম্পূর্ণ হলে এটি শুধু ধর্মীয় স্থানই নয়, পর্যটনের একটি আকর্ষণীয় কেন্দ্রও হয়ে উঠবে। অনেকের কর্মসংস্থান মিলবে এই মন্দিরকে কেন্দ্র করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে তৈরি হচ্ছে এই শহরে সবচেয়ে বড় মন্দির, জানেন কোথায়?
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement