Budge Budge twin murder: গলা কেটে, কুপিয়ে জোড়া খুন বজবজে! গ্রেফতার তৃণমূল নেতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সমীর মণ্ডল, মহেশতলা: দক্ষিণ চব্বিশ পরগণার বজবজে জোড়া খুন৷ গলা কেটে খুন করা হল দুই যুবককে। এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অসীম বৈদ্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান এলাকাবাসী।
নিহত দুই যুবকের নাম মহাদেব পুরকায়স্থ (৪০) এবং তাঁর বন্ধু গণেশ নস্কর (৪৮)৷ স্থানীয় সূত্রে খবর, বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুই বন্ধু শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতোই পান খেতে বের হন। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরেই একটি ক্লাবের কাছে দুই যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
advertisement
ওই যূবকই এর পর ফোন করে বজবজ থানায় খবর দেন৷ পুলিশ এলে ঘটনাস্থলে গিয়ে মহাদেবের ভাই দেখেন, রাস্তার উপরেই তাঁর দাদা এবং গণেশ নস্কর নামে দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন৷ পুলিশ তাঁদের উদ্ধার করে খড়িবেরিয়া থানায় নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অভিযোগ, দুই যুবককেই গলা কেটে, কুপিয়ে খুন করা হয়৷ ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত অসীম বৈদ্যর সঙ্গে আগে জমি কেনাবেচার কাজ করত মহাদেব৷ কিন্তু পরে মহাদেব অসীমের দল ছাড়াতেই দু জনের মধ্যে বিবাদের সূত্রপাত৷ অসীম অতীতেও মহাদেবকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পরিবারের৷
প্রথমে পালিয়ে গেলেও ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা অসীম বৈদ্য সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ৷ আজই তাদের আদালতে পেশ করা হবে৷ পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই খুন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 10:47 AM IST