Budge Budge twin murder: গলা কেটে, কুপিয়ে জোড়া খুন বজবজে! গ্রেফতার তৃণমূল নেতা

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সমীর মণ্ডল, মহেশতলা: দক্ষিণ চব্বিশ পরগণার বজবজে জোড়া খুন৷ গলা কেটে খুন করা হল দুই যুবককে। এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অসীম বৈদ্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান এলাকাবাসী।
নিহত দুই যুবকের নাম মহাদেব পুরকায়স্থ (৪০) এবং তাঁর বন্ধু গণেশ নস্কর (৪৮)৷ স্থানীয় সূত্রে খবর, বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুই বন্ধু শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতোই পান খেতে বের হন। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরেই একটি ক্লাবের কাছে দুই যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়৷
advertisement
নিহত মহাদেবের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ওই যুবক না ফেরায় তাঁর স্ত্রী মাধবের ভাইকে বাইরে খোঁজ নিতে পাঠান৷ মাধবের ভাই ঘটনাস্থলের কাছে এসে দেখেন, এলাকার ওই ক্লাবের ভিতরে মদের বোতল ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে৷ ক্লাবের কাছেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য তার দলবল ়সহ হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল৷ অভিযোগ, মহাদেবের ভাইকে দেখে তাঁকেও তাড়া করে ওই তৃণমূল নেতা এবং তার দলবল৷ কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচান মাধবের ভাই৷
advertisement
advertisement
ওই যূবকই এর পর ফোন করে বজবজ থানায় খবর দেন৷ পুলিশ এলে ঘটনাস্থলে গিয়ে মহাদেবের ভাই দেখেন, রাস্তার উপরেই তাঁর দাদা এবং গণেশ নস্কর নামে দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন৷ পুলিশ তাঁদের উদ্ধার করে খড়িবেরিয়া থানায় নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অভিযোগ, দুই যুবককেই গলা কেটে, কুপিয়ে খুন করা হয়৷ ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত অসীম বৈদ্যর সঙ্গে আগে জমি কেনাবেচার কাজ করত মহাদেব৷ কিন্তু পরে মহাদেব অসীমের দল ছাড়াতেই দু জনের মধ্যে বিবাদের সূত্রপাত৷ অসীম অতীতেও মহাদেবকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পরিবারের৷
প্রথমে পালিয়ে গেলেও ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা অসীম বৈদ্য সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ৷ আজই তাদের আদালতে পেশ করা হবে৷ পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই খুন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Budge Budge twin murder: গলা কেটে, কুপিয়ে জোড়া খুন বজবজে! গ্রেফতার তৃণমূল নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement