Pan Card Fraud: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন, জানুন উপায়
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্যান কার্ড প্রতারণার হাত থেকে বাঁচার সবথেকে সহজ উপায় সিবিল রিপোর্ট নিয়মিত পরীক্ষা করা।
কলকাতা: নতুন নতুন ধরনের সাইবার প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্যান তথ্য ব্যবহার করেও চলছে প্রতারণা। এমন কি, বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। ভারতে হওয়া অধিকাংশ আর্থিক প্রতারণাই হয় প্যান কার্ডের তথ্য এবং আধার কার্ডের তথ্য ব্যবহার করে। এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেই ক্রেডিট কার্ডও বের করে ফেলছে প্রতারকরা। এমন কি, এম এস ধোনি, শিল্পা শেট্টি, অভিষেক বচ্চন, মাধুরি দিক্ষিত, ইমরান হাসমির মতো সেলিব্রিটিরাও এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। চুরি হয়ে গিয়েছে তাঁদের প্যান কার্ডের তথ্য।
নিজের প্যান কার্ডের তথ্যের অপব্যবহার কীভাবে আটকাবেন?
advertisement
advertisement
advertisement
প্যান কার্ড প্রতারণার হাত থেকে বাঁচার সবথেকে সহজ উপায় সিবিল রিপোর্ট নিয়মিত পরীক্ষা করা। এই রিপোর্টেই আপনার যাবতীয় লোন এবং ক্রেডিট কার্ডের তথ্য থাকে। যদি সিবিল রিপোর্টে দেখেন যে আপনার অজান্তে আপনার নামে কোনও লোন অথবা ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। শুধু সিবিল রিপোর্ট নয়, ইক্যুইফ্যাক্স, এক্সপেরিয়ান, পেটিএম, ব্যাঙ্ক বাজার বা সিআরআইএফ হাই মার্কের রিপোর্টের উপরেও নির্ভর করতে পারেন।
advertisement
প্যান কার্ডের অপব্যবহার বা প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন?
advertisement
সেলিব্রিটিরা কীভাবে প্রতারণার শিকার হলেন?
গুগল থেকেই এই সেলিব্রিটিদের জিএসটি সংক্রান্ত তথ্য পেয়ে যায় প্রতারকরা৷ তারা ভাল ভাবেই জানে যে জিএসটিআইএন-এর প্রথম দুটি সংখ্যা হয় স্টেট কোড৷ বাকি দশটি ডিজিট হল প্যান নম্বর৷ এই সেলিব্রিটিদের জন্ম তারিখও গুগলে পাওয়া যায়৷ ফলে সহজেই সেলিব্রিটিদের প্যান নম্বর এবং জন্ম তারিখ পেয়ে যায় প্রতারকরা৷ এর পর এই তথ্য দিয়েই নকল প্যান কার্ড তৈরি করে নিজেদের ছবি বসিয়ে দেয় প্রতারকরা৷ যাতে ভিডিও ভেরিফিকেশনের সময় তাদের সঙ্গে প্যান- আধার কার্ডের উপরে দেওয়া ছবি মিলে যায়৷
advertisement
এই একই কায়দায় সেলিব্রিটিদের আধার তথ্যও হাতিয়ে নেয় প্রতারকরা৷ প্যান, আধারের তথ্য হাতিয়ে নেওয়ার পর ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে প্রতারকরা৷ ভিডিও ভেরিফিকেশনের সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবও প্রতারকরা দিয়ে দেয়৷ কারণ সেলিব্রিটিদের সিবিল রিপোর্ট দেখে সেই তথ্যও হাতে পেয়ে যায় প্রতারকরা৷
ওই প্রতারকরা ভাল ভাবেই জানে যে সেলিব্রিটিদের সিবিল স্কোর ভাল৷ ফলে ক্রেডিট কার্ডের আবেদন করলে তা পাওয়ার সম্ভাবনাও বেশি৷
Location :
Other India
First Published :
March 03, 2023 5:48 PM IST