Delhi: পঞ্চম শ্রেণির পড়ুয়াকে দোতলা থেকে ছুড়ে ফেললেন শিক্ষিকা! দিল্লির স্কুলে নৃশংসতা
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শিক্ষিকা আটক করেছে পুলিশ।
#দিল্লি: প্রথমে কাচি দিয়ে আঘাত। তার পরে সোজা দোতলা থেকে ছুড়ে নীচে ফেলে দেওয়া হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে। নারকীয় এমনই ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। আর এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে ওই পড়ুয়ারই এক শিক্ষক!
গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শিক্ষিকা আটক করেছে পুলিশ। দিল্লির মডেল বস্তি এলাকার একটি প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটেছে।
advertisement
এ দিন সকাল ১১টা ১৫ নাগাদ এক প্রত্য়ক্ষদর্শীর থেকে ঘটনার খবর পায় পুলিশ। এর পরেই ক্ষুব্ধ জনতা স্কুল ঘেরাও করে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
স্বস্তির খবর হল, হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত ছাত্রী আপাতত সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই প্রাথমিক স্কুলটি দিল্লি পুরসভার নিয়ন্ত্রণাধীন। পুলিশের পাশাপাশি পুর কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।
আহত ছাত্রী সংবাদসংস্থা এএনআই-কে জানায়, 'প্রথমে আমাকে কাচি দিয়ে আঘাত করা হয়। তার পরে আমার চুল ধরে টানা হয়। এর পরেই আমাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়। আমি কোনও অন্য়ায় করিনি।'
advertisement
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার শ্বেতা চৌহান জানিয়েছেন, ওই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রত্য়ক্ষদর্শীদের বয়ানও নথিভুক্ত করেছে পুলিশ।
Location :
First Published :
December 16, 2022 7:03 PM IST