ঝাড়ফুঁক করার নাম করে নাবালিকাকে নির্যাতন! হাড়হিম করা ঘটনায় তাজ্জব দেশ
- Published by:Anulekha Kar
Last Updated:
একাধিক জায়গায় দাঁতের কামড়ের চিহ্ণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
#মজ:ফরপুর: বিহারের মজ:ফরপুরে ঘটল হাড় হিম করা ঘটনা। ঝাড়ফুঁকের নাম করে এক নাবালিকাকে ধর্ষণ করল এক তান্ত্রিক। নাবালিকার শরীরের একাধিক জায়গায় দাঁতের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
নির্যাতিতার বয়ান থেকে জানা যায়, অভিযুক্ত সঞ্জয় শাহ নামের এক ব্যক্তি গ্রামে গ্রামে গিয়ে ঝাড়ফুঁক করেন। গত ৯ নভেম্বর হঠাৎ করেই নির্যাতিতার বাড়িতে পৌঁছয় সঞ্জয় শাহ। নির্যাতিতার শরীর থেকে অশুভ আত্মা বের করতে হবে বলে দাবি করে অভিযুক্ত তান্ত্রিক। বেশ কিছুদিন ধরে নির্যাতিতা অসুস্থ থাকায়, তান্ত্রিকের কথা বিশ্বাস করতে বাধ্য হয় নির্যাতিতার পরিবারের লোক।
advertisement
আরও পড়ুন: মোবাইল ফোন তুলতে গিয়ে বিপত্তি, টানা ৩ দিন পাহাড়ি খাদে আটকে যুবক, তেলেঙ্গানার ঘটনা জানলে অবাক হবেন
advertisement
এরপর নির্যাতিতার সামনে ধূপ, ধুনো জ্বালিয়ে পরিবারের সকলকে বাইরে বের করে দেয় ওই তান্ত্রিক। এরপরই তাকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় বলে জানিয়েছেন ওই নাবালিকা।
advertisement
পরে অভিযুক্ত তান্ত্রিক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলে, নাবালিকার চিৎকারে ঘটনাস্থলে পৌঁছয় তার বাড়ির লোক। পরে নাবালিকার চোখে ছাই দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মজ:ফরপুর থানার পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 3:11 PM IST