স্বামীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীয়ের কিডনি অপসারণ! হরিয়ানার ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

স্বামীকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীয়ের কিডনি অপসারণ করল একদল দুষ্কৃতী।

#হরিয়ানা: হরিয়ানার ফরিদাবাদে ঘটল হাড়া হিম করা ঘটনা। স্বামীকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীয়ের কিডনি অপসারণ করল একদল দুষ্কৃতী।
পুলিশ সূত্র থেকে জানা যায়, রিঙ্কি সারোত ও তাঁর স্বামী  হরিয়ানার বল্লভগড়ের বাসিন্দা। ২ বছর আগে কিডনি দান নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে কিডনি দানে আগ্রহ প্রকাশ করেন রিঙ্কি সরোত। পরে তাঁর সঙ্গে কিডনি দানের ব্যাপারে যোগাযোগ করা হলে, কিডনি দানে অসম্মতি জানান তিনি। কিন্তু , এরপরেই তাঁর সঙ্গে প্রতারণা করা হয় বলে অভিযোগ রিঙ্কির।
advertisement
advertisement
রিঙ্কি জানায়, এরপরেই অভিযুক্তরা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। কিডনি দান করলে তাঁর স্বামীকে সরকারি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা। অভিযুক্তদের টোপে পা দিয়েই কিডনি দানে সম্মতি দেন হরিয়ানার রিঙ্কি সরোত।
advertisement
গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিয়ানার পুলিশ। ঘটনাটির তদন্ত করছেন এসিপি মহেন্দ্র শর্মা। শহর জুড়ে কিডনি প্রতিস্থাপনের ব়্যাকেট চলছে বলে সন্দেহ করছেন তাঁরা। পুলিশ সূত্র থেকে আরও জানা গিয়েছে, রিঙ্কির কিডনি বিনোদ মাঙ্গোত্রা নামক একটি ব্যক্তিকে দান করা হয়েছে।
advertisement
কিন্তু নিয়ম অনুযায়ী কোনও পরিবারের সদস্যই একমাত্র কিডনি দান করতে পারেন। জানা গিয়েছে,  রিঙ্কির জাল আঁধার কার্ড ও বিনোদের সঙ্গে বিবাহের জাল নিবন্ধ বের করেন অভিযুক্তরা এবং নকল কাগজপত্র দেখিয়ে কিডনি প্রতিস্থাপন করা হয়। রিঙ্কির করা অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীয়ের কিডনি অপসারণ! হরিয়ানার ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement