বাড়ি একই, কিন্তু দুই ঘর দু’রাজ্যে! আজব সমস্যায় এখন জেরবার মহারাজগুড়ার পরিবার

Last Updated:

গ্রামবাসীরা বলেছেন, তাঁরা সাধারণ কতগুলি পরিষেবা থেকে অনেকটাই বঞ্চিত৷

ছবি - এএনআই
ছবি - এএনআই
#নয়াদিল্লি: এক পরিবার পড়েছে মহা-বিপদে৷ ৫৩ বছরের আবাস যে বাড়িই সরকারের খাতায় ভাগ হয়ে গিয়েছে আড়াআড়ি৷ এক ভাগ পড়েছে মহারাষ্ট্রে আর অন্যভাগ পড়েছে তেলঙ্গানা রাজ্যে৷ অর্ধ-শতক পুরনো বাড়িতে বসবাসকারী পরিবারটি কার্যত এখন অথৈ জলে৷ তাঁরা কোথায় যাবেন বুঝতে পারছেন না মোটে৷ বাড়ির বাসিন্দা উত্তম পাওয়ার সংবাদ সংস্থাকে বলেছেন, তাঁরা দুই রাজ্যকেই কর জমা দেন৷ কিন্তু সরকারি সুযোগ সুবিধা বেশি পান তেলঙ্গানা থেকে৷
তিনি বলেছেন, ‘‘ এর আগে যখন দু’দেশের সীমান্ত আলাদা করে নির্ধারণ করা হয়৷ তখন বলা হয়, এই বাড়িটির অর্ধেকটা পড়ছে মহারাষ্ট্রে অর্ধেকটা পড়ছে তেলঙ্গানায়৷ আমাদের এখনও পর্যন্ত কোনও সমস্যার মুখে পড়তে হয়নি৷ আমরা দু’টি রাজ্যের জন্যই আলাদা করে কর দিচ্ছি, দু’টি গ্রাম পঞ্চায়েতকেই কর দিচ্ছি৷ তবে আমরা বেশিরভাগ সুবিধা পাই তেলঙ্গানা সরকারের থেকে৷’’
advertisement
advertisement
গ্রামবাসীরা বলেছেন, তাঁরা সাধারণ কতগুলি পরিষেবা থেকে অনেকটাই বঞ্চিত৷ তার মধ্যে রয়েছে স্কুল, জল৷ গ্রামবাসীরা বলছেন মহারাষ্ট্র সরকারের আওতায় কাজ ভাল হয় না৷ তাঁদের মতে, গ্রামের সাধারণ পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দিকটি বেশি নজর রাখা হয় তেলঙ্গানা সরকারের আওতায়৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকার তাঁদের বেশি সুবিধা দেন৷
advertisement
সম্প্রতি ঝামেলা বেড়েছে এই গ্রামে৷ ঝামেলায় পড়েছেন উত্তম পাওয়ারের পরিবারও৷ ওই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য গ্রামবাসী কাতারে কাতারে এসেছেন পাওয়ারের বাড়ির কাছে৷ আর সেখানেই এসে তাঁরা দাবি করেছেন, তাঁদেরও যেন অন্য রাজ্যে যেতে অনুমতি দেওয়া হয়৷ তা হলে তাঁরা অন্য রাজ্যের সুযোগ সুবিধা পবেন, যেমন উত্তম পাচ্ছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ি একই, কিন্তু দুই ঘর দু’রাজ্যে! আজব সমস্যায় এখন জেরবার মহারাজগুড়ার পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement