বাজেয়াপ্ত করা ৭২ লক্ষ টাকার মদের বোতল রোড রোলার দিয়ে পিষে দেওয়া হল !

Last Updated:

সুরাপ্রেমীদের এই দৃশ্য দেখে মোটেই ভাল লাগবে না ৷ কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে অন্ধ্র প্রদেশের মচিলিপটনমের পুলিশ প্যারেড গ্রাউন্ডে ৷

#বিশাখাপত্তনম: রাস্তায় সারি সারি পড়ে রয়েছে মদের বোতল ৷ সেগুলিকে রোড রোলার দিয়ে পিষে ফেলা হচ্ছে ৷ সুরাপ্রেমীদের এই দৃশ্য দেখে মোটেই ভাল লাগবে না ৷ কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে অন্ধ্র প্রদেশের মচিলিপটনমের পুলিশ প্যারেড গ্রাউন্ডে ৷
প্রায় ৭২ লক্ষ টাকা দামের অসংখ্য মদের বোতল বাজেয়াপ্ত করার পর সেগুলিকে রোড রোলার দিয়ে পিষে ফেলার ব্যবস্থা করেছিল পুলিশ ৷ বাজেয়াপ্ত করা ওই বোতলগুলি বেআইনিভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ এনডিপি লিকারের মোট ১৪,১৮৯টি বোতল এবং ২৭০ লিটার ID arrack ভেঙে ফেলা হয় ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার এসপি এম রবীন্দ্রনাথ বাবু জানান, ‘‘ আমরা আজকে এই আবগারি সম্পত্তিগুলি ধ্বংস করছি ৷ যা এই জেলার ১০টি থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাজেয়াপ্ত করা ৭২ লক্ষ টাকার মদের বোতল রোড রোলার দিয়ে পিষে দেওয়া হল !
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement