টার্গেট গ্রামের যুবতীরা, সঙ্গী ছিল মা ও বোন, যুবকের কীর্তি জানলে চমকে উঠবেন

Last Updated:

তদন্তকারীরা জানিয়েছে, অমৃতসরের বিভিন্ন হোটেল লিজে নিত রাজ। তারপরেই মা এবং বোনকে দায়িত্ব দিত হোটেলগুলির চালানোর।

#অমৃতসর: বেশ কয়েকদিন আগেই খবর এসেছিল পুলিশের কাছে। সেই মতো পাতা হয়েছিল ফাঁদ। আর তাতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। অমৃতসরের একটি হোটেলে মধুচক্রের আসর চালানোর জন্য এক মহিলা-সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অমৃতসরের সৈয়দপুর গ্রামের বাসিন্দা রাজ কানওয়াল নামে এক ব্যক্তি এই হোটেলটি লিজ নিয়েছিল।
অভিযোগ, নিজের মা এবং বোনকে নিয়ে মধুচক্র চালাচ্ছিল ওই ব্যক্তি। অমৃতসরের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে যুবতীদের ভুলিয়ে নিয়ে আসা হত এখানে। সেখানে তাঁদের দিয়ে মধুচক্র চালানো হত। গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। পুলিশ তার পরে ওই হোটেলে হানা দেয়। সেখানেই আপত্তিকর অবস্থায় ৫ যুবতী এবং ৫ জন যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে ওই রাজ কানওয়ালের বোনকেও গ্রেফতার করে পুলিশ।
advertisement
জানা গিয়েছে, ওই ৫ যুবতীকে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল। তাঁদের বয়ান রেকর্ড করে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও রাজ কানওয়াল এবং তার মায়ের এখনও কোনও হদিশ পায়নি পুলিশ।
advertisement
তদন্তকারীরা জানিয়েছে, অমৃতসরের বিভিন্ন হোটেল লিজে নিত রাজ। তারপরেই মা এবং বোনকে দায়িত্ব দিত হোটেলগুলির চালানোর। তাদের সাহায্যেই মধুচক্রের আসর চালাত সে।
advertisement
রাজের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার বোনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান রাজ কানওয়াল আরও বেশ কিছু হোটেলে দেহব্যবসার আসর খুলেছে। আপাতত তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
টার্গেট গ্রামের যুবতীরা, সঙ্গী ছিল মা ও বোন, যুবকের কীর্তি জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement