Mamata Banerjee at Ajmer Sharif: অজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে তুমুল উৎসাহ রাজস্থানেও

Last Updated:

দীর্ঘদিন ধরেই অজমেঢ় শরিফে যাওয়ার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর৷ এবার দিল্লি সফরের ফাঁকেই সেই ইচ্ছেপূরণ করলেন তিনি৷

অজমেঢ় শরিফে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷
অজমেঢ় শরিফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#অজমেঢ়: অজমেঢ় শরিফে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন মমতা৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ অজমেঢ় শরিফে চাদর এবং ফুল চড়াবেন মুখ্যমন্ত্রী৷
দীর্ঘদিন ধরেই অজমেঢ় শরিফে যাওয়ার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর৷ এবার দিল্লি সফরের ফাঁকেই সেই ইচ্ছেপূরণ করলেন তিনি৷ অজমেঢ় শরিফ ছাড়াও রাজস্থানেরই পুষ্করের ব্রহ্ম মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷
advertisement
মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এ দিন অজমেঢ় শরিফে প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমেছিল৷ বাংলার মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখা এবং ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা৷অজমেঢ় শরিফে মমতা৷
advertisement
মুখ্যমন্ত্রীর সফরের জন্য রাজস্থান সরকারের পক্ষ থেকেও আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ বিশেষ রুটও তৈরি করে দিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার৷
রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই এ দিন রাজস্থানে পৌঁছন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee at Ajmer Sharif: অজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে তুমুল উৎসাহ রাজস্থানেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement