Rohini Acharya: লালুরই রক্ত, তবু জন্ম থেকে পদবী আচার্য! বাবাকে নতুন জীবন দিলেন মেজ কন্যা রোহিনী

Last Updated:
১৯৭৯ সালের ১ জুন জন্মগ্রহণ করা সেই রোহিনী আচার্য নিজেও আজ পেশায় একজন চিকিৎসক৷
1/8
১৯৭৯ সালের ১ জুন৷ পটনা মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করল লালু প্রসাদ যাদবের দ্বিতীয় সন্তান৷ ফুটফুটে কন্যাসন্তানকে কোলে নিয়ে চিকিৎসক কমলা আচার্যকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন আরজেডি প্রধান৷ তখন অবশ্য তিনি জনতা দলের নেতা৷
১৯৭৯ সালের ১ জুন৷ পটনা মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করল লালু প্রসাদ যাদবের দ্বিতীয় সন্তান৷ ফুটফুটে কন্যাসন্তানকে কোলে নিয়ে চিকিৎসক কমলা আচার্যকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন আরজেডি প্রধান৷ তখন অবশ্য তিনি জনতা দলের নেতা৷
advertisement
2/8
advertisement
3/8
কমলা আচার্যর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সায় দিয়েছিলেন লালু প্রসাদ৷ সেই কারণেই লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর দ্বিতীয় সন্তানের পদবী যাদব নয়, আচার্য৷
কমলা আচার্যর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সায় দিয়েছিলেন লালু প্রসাদ৷ সেই কারণেই লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর দ্বিতীয় সন্তানের পদবী যাদব নয়, আচার্য৷
advertisement
4/8
 ১৯৭৯ সালের ১ জুন জন্মগ্রহণ করা সেই রোহিনী আচার্য নিজেও আজ পেশায় একজন চিকিৎসক৷ এর আগে লালুপ্রসাদের দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপি-কে আক্রমণ করে অনেকেরই নজরে পড়েছিলেন৷ কিন্তু এ বার যে কারণে তিনি সংবাদ শিরোণামে উঠে এসেছেন, তাতে শুধু লালুর অনুগামী বা প্রশংসকরা নন, তাঁর সমালোচকরাও রোহিনী আচার্যকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন৷
১৯৭৯ সালের ১ জুন জন্মগ্রহণ করা সেই রোহিনী আচার্য নিজেও আজ পেশায় একজন চিকিৎসক৷ এর আগে লালুপ্রসাদের দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপি-কে আক্রমণ করে অনেকেরই নজরে পড়েছিলেন৷ কিন্তু এ বার যে কারণে তিনি সংবাদ শিরোণামে উঠে এসেছেন, তাতে শুধু লালুর অনুগামী বা প্রশংসকরা নন, তাঁর সমালোচকরাও রোহিনী আচার্যকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন৷
advertisement
5/8
গতকালই লালুপ্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন সফল ভাবে সম্পন্ন হয়েছে৷ অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে ট্যুইট করেছেন লালু পুত্র এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ এই অস্ত্রোপচারের আগে রোহিনীও ট্যুইট করে সবার শুভকামনা চেয়েছিলেন৷
গতকালই লালুপ্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন সফল ভাবে সম্পন্ন হয়েছে৷ অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে ট্যুইট করেছেন লালু পুত্র এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ এই অস্ত্রোপচারের আগে রোহিনীও ট্যুইট করে সবার শুভকামনা চেয়েছিলেন৷
advertisement
6/8
 রোহিনী আচার্য বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করেন৷ লালুর বন্ধু রাই রণবিজয় সিংয়ের ছেলে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার  শামসের সিংকে ২০০২ সালে বিয়ে করেন রোহিনী৷ তাঁদের দুই ছেলে এবং একটি মেয়েও রয়েছে৷
রোহিনী আচার্য বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করেন৷ লালুর বন্ধু রাই রণবিজয় সিংয়ের ছেলে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শামসের সিংকে ২০০২ সালে বিয়ে করেন রোহিনী৷ তাঁদের দুই ছেলে এবং একটি মেয়েও রয়েছে৷
advertisement
7/8
বাবাকে কিডনি দানের এই সিদ্ধান্তের জন্য বিজেপি নেতাদেরও প্রশংসা কুড়োচ্ছেন রোহিনী৷ লালুর অন্যতম কঠোর সমালোচক বিজেপি নেতা গিরিরাজ সিংও ট্যুইটে লিখেছেন, 'কন্যাসন্তান হোক রোহিনীর মতো৷ আপনার জন্য গর্বিত৷ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি উদাহরণ তৈরি করলেন৷'
বাবাকে কিডনি দানের এই সিদ্ধান্তের জন্য বিজেপি নেতাদেরও প্রশংসা কুড়োচ্ছেন রোহিনী৷ লালুর অন্যতম কঠোর সমালোচক বিজেপি নেতা গিরিরাজ সিংও ট্যুইটে লিখেছেন, 'কন্যাসন্তান হোক রোহিনীর মতো৷ আপনার জন্য গর্বিত৷ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি উদাহরণ তৈরি করলেন৷'
advertisement
8/8
এর আগে লালুকে তাঁর কিডনি দান নিয়ে সংবাদমাধ্যমে চর্চা শুরু হওয়ার পর রোহিনী ট্যুইটারে লেখেন, 'শরীরের ছোট্ট একটা মাংস পিণ্ড নিজের বাবাকে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছি৷ আমি বাবার জন্য যে কোনও কিছুই করতে তৈরি৷ ' বাবার সঙ্গে নিজের ছোটবেলার ছবিও ট্যুইটারে শেয়ার করেছিলেন রোহিনী৷
এর আগে লালুকে তাঁর কিডনি দান নিয়ে সংবাদমাধ্যমে চর্চা শুরু হওয়ার পর রোহিনী ট্যুইটারে লেখেন, 'শরীরের ছোট্ট একটা মাংস পিণ্ড নিজের বাবাকে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছি৷ আমি বাবার জন্য যে কোনও কিছুই করতে তৈরি৷ ' বাবার সঙ্গে নিজের ছোটবেলার ছবিও ট্যুইটারে শেয়ার করেছিলেন রোহিনী৷
advertisement
advertisement
advertisement