Arpita Mukherjee Detained|| তদন্তে সহযোগিতা করছেন না, আটক অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

Last Updated:

Partha Chatterjee close aide Arpita Mukhopadhyay Mukherjee detained by ED Officials: তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে কিছুক্ষণ আগেই আটক করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। অন্যদিকে, গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

#কলকাতাঃ তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে কিছুক্ষণ আগেই আটক করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার দিনভর তাঁর দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। সেখান থেকেই উদ্ধার হয় ২১ কোটি টাকা। তারপরেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করার সিদ্ধান্ত নেন তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে, গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত দু'জনকেই শারীরিক পরীক্ষার পরে ইডির দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে ফের অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রয়োজনে মুখোমুখি বসিয়েও জেরা করার সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।
advertisement
advertisement
আরও পড়ুন: যাত্রাপথ নিয়ে সাসপেন্স, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে? ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়কে এ দিন তাঁর ফ্ল্যাট থেকে নিয়ে প্রথমে শারীরিক পরীক্ষা করানোর জন্য এসএসকেএম হাসপাতালে যেতে পারেন। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষাও করানোর সম্ভাবনা রয়েছে। তারপরে কী তাঁদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে? নাকি আদালতে পাশ করা হবে তাঁদের? তা অবশ্য এখনও জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Arpita Mukherjee Detained|| তদন্তে সহযোগিতা করছেন না, আটক অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement