Partha Chatterjee Arrest|| সাসপেন্সে ইতি, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে ইডি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee at Joka ESI Hospital for medical checkup: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন ইডি আধিকারিকরা। সেখানেই শারীরিক পরীক্ষা করা হবে তাঁর।
#কলকাতা: সাসপেন্সে ইতি! পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন ইডি আধিকারিকরা। সেখানেই শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সাধারণ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ধরণের মেডিক্যাল টেস্ট করানোর জন্য। কিন্তু এ দিন দেখা গেল ব্যতিক্রম। তাঁকে নাকতলার বাড়ি থেকে বার করে সরাসরি জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পরীক্ষা চলছে তাঁর।
রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার তাঁকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল এই মুহূর্তে তাঁকে নাকতলার বাড়ি থেকে বের করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন ইডি আধিকারিকরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়ি অভিমুখ বদলে বেহালার দিকে চলতে শুরু করে। এরপর তাঁকে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যান জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: যাত্রাপথ নিয়ে সাসপেন্স, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে? ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার
প্রসঙ্গত, প্রায় সাড়ে ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং বয়ানে অসঙ্গতির অভিযোগ তুলেছেন তদন্তকারী ইডি আধিকারিকরা। সম্ভবত আজই আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 23, 2022 11:33 AM IST