North 24 Pargana News: নৃশংস! গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, নেপথ্যে 'সেই' কারণ

Last Updated:

North 24 Pargana News: পুলিশ দেহ উদ্ধার করতে গেলে, মৃতদেহ আটকে রেখে মৃত্যুর সঠিক কারণ ও দোষীদের গ্ৰেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সাবেকুনের বাপের বাড়ির সদস্যরা।

গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ (প্রতীকী ছবি)
গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ (প্রতীকী ছবি)
দেগঙ্গা: দেগঙ্গায় পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দুই ননদের বিরুদ্ধে। মৃতার নাম সাবেকুন নাহার বিবি, বয়স ৩২। মৃতদেহ ফেলে পালানোর অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে।
ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে, মৃতদেহ আটকে রেখে মৃত্যুর সঠিক কারণ ও দোষীদের গ্ৰেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সাবেকুনের বাপের বাড়ির সদস্যরা। গতকাল রাতে মৃতদেহ উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ।
আরও পড়ুন: ফুরিয়ে আসছে স্নান না করার দিন! আগামী সপ্তাহে আবহাওয়া বিরাট পরিবর্তন, জানুন আপডেট
পুলিশ সূত্রে খবর, দেগঙ্গার সোহাই এলাকার তরুণী সাবেকুন নাহারের সঙ্গে ১৫ বছর আগে দেগঙ্গার কলাপোল এলাকার সবজি ব্যবসায়ী জুলফিকার আলির সামাজিক মতে বিয়ে হয়েছিল। মৃতার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই পণের দাবিতে সাবেকুনের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। দাবি মতো বিভিন্ন সময় ফ্রিজ, নগদ টাকা দেওয়ার পরও অত‍্যাচার থামেনি। অভিযোগ অত‍্যাচারের মাত্রা বেড়ে যেত সাবেকুনের দুই ননদ এলে।
advertisement
advertisement
আরও পড়ুন: পাঁচতারা হোটেলে বিল ২৩৪৬৪১৩ টাকা! এক টাকাও না দিয়ে পালিয়ে যায় গুণধর, পরের ঘটনা ভাইরাল
শনিবারও ঘটনার সময় বাড়িতে দুই ননদ উপস্থিত ছিল বলে দাবি মৃতার পরিবারের। সাবেকুনের বাপের বাড়ির সদস্যদের আরও দাবি, গতকাল শনিবার সন্ধ্যায় তারা খবর পান সাবেকুন আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে সাবেকুনের বাবা আনিসুর গিয়ে দেখেন মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে সাবেকুন। পাশে কান্নায় ভেঙে পড়েছে তার সন্তান। পলাতক শ্বশুরবাড়ির লোকেরা। মৃত সাবেকুনের পরিবারের অভিযোগে তাদের মেয়েকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। দোষীদের গ্ৰেফতার করে কঠোর শাস্তি চাইছেন মৃতার বাপের বাড়ির সদস্যরা।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
North 24 Pargana News: নৃশংস! গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, নেপথ্যে 'সেই' কারণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement