Viral News: পাঁচতারা হোটেলে বিল ২৩৪৬৪১৩ টাকা! এক টাকাও না দিয়ে পালিয়ে যায় গুণধর, পরের ঘটনা ভাইরাল

Last Updated:

Viral News: নিজেকে ব্যবসায়ী বলে ভুয়ো পরিচয় দিয়ে দিল্লির হোটেল লীলা প্যালেসে প্রায় তিন মাস ছিল।

দিল্লির হোটেল লীলা প্যালেস (ফাইল ছবি)
দিল্লির হোটেল লীলা প্যালেস (ফাইল ছবি)
নয়াদিল্লি: নিজের পরিচয় দিয়েছিল আরবের সরকারি পদস্থ কর্তা ও ব্যবসায়ী হিসেবে। রাজধানী দিল্লিতে পৌঁছে উঠেছিল পাঁচতারা জনপ্রিয় হোটেলে। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে সেই ব্যক্তির সঙ্গে। হোটেলে প্রায় ২৩ লক্ষ টাকা বিল করে, সেই টাকা না দিয়েই পালিয়ে যায় সে। অবশেষে অভিযুক্ত মহম্মদ শরিফ নামে ৪১ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ শরিফ দক্ষিণ কন্নড়ের বাসিন্দা। নিজেকে ব্যবসায়ী বলে ভুয়ো পরিচয় দিয়ে দিল্লির হোটেল লীলা প্যালেসে প্রায় তিন মাস ছিল। ঘটনাটি ঘটে গত বছর। হোটেল থেকে দামি সামগ্রী চুরি করে এবং প্রায় ২৩ লক্ষ ৪৬ হাজার ৪১৩ টাকার বিল করেছিল সে। সেগুলি কিছু না মিটিয়েই পালায় অভিযুক্ত। এই ঘটনার পর গত ১৪ জানুয়ারি সরোজিনি নগর থানায় পুলিশ একটি মামলা রুজু করে।
advertisement
advertisement
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ম্যানেজার নিয়োগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না
হোটেলের জেনারেল ম্যানেজার অনুপম দাস গুপ্তা অভিযোগ দায়ের করেছিলেন। ৪১৯, ৪২০ ও ৩৮০-র ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা দায়ের করা হয়। ২০২২ সালের ১ অগাস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত হোটেল লীলা প্যালেসে ছিল মহম্মদ শরিফ। নিজেকে ব্যবসায়ী ও আরবের সরকারি কর্মী বলে নাম লিখিয়ে ছিল সে। এর পরই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে দক্ষিণ কন্নড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Viral News: পাঁচতারা হোটেলে বিল ২৩৪৬৪১৩ টাকা! এক টাকাও না দিয়ে পালিয়ে যায় গুণধর, পরের ঘটনা ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement