Man Stabbed to Death: কর্ণাটকে বিজেপির যুবনেতাকে কুপিয়ে খুন, গ্রেফতার ২
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
২৩ বছরের বিজেপি যুবমোর্চার ওই নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ। (Man Stabbed to Death)
#বেঙ্গালুরু: কর্ণাটকের মেঙ্গালুরুতে মুখোশ পরা দুষ্কৃতীরা কুপিয়ে খুন করল এক বিজেপি নেতাকে। মঙ্গলবার রাতে কর্ণাটকের দক্ষিণ জেলার বেল্লোরে মোটরবাইক সওয়ার কয়েক জন দুষ্কৃতী প্রবীণ নেত্তারু নামে ২৩ বছরের বিজেপি যুবমোর্চার ওই নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ। (Man Stabbed to Death)
দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম ২৩ বছরের ওই যুবনেতাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার জাকির ও শাফিক নামে দু'জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই তাদের দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
Karnataka | A youth, Fazil hacked to death by an unidentified group in Surathkal, in outskirts of Mangaluru
"He was attacked with a lethal weapon by a group of youth. Case filed at Surathkal PS. Sec 144 CrPC imposed at Surathkal, Mulki, Bajpe, Panambur," says Police Commissioner pic.twitter.com/QliZy3cfUa — ANI (@ANI) July 28, 2022
advertisement
আরও পড়ুন: বিঘার পর বিঘা জমি, তোলা হচ্ছে পাঁচিল, অর্পিতার নতুন সম্পত্তির কথা জানলে মাথা ঘুরবে!
পুলিশ জানিয়েছে, এদিন উপযুক্ত প্রমাণের সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়। আইন-শৃঙ্খলা এডিজিপি অলোক কুমার জানিয়েছেন, এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। সে ভিত্তিতে আরও গ্রেফতারি হতে পারে আগামিদিনে। তাঁর দাবি, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যোগ রয়েছে। তিনি বলেছেন, 'আমরা এই সংযোগ ও তাঁদের উদ্দেশ্য তদন্ত করে দেখছি।'
advertisement
পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের মোটরবাইকে কেরলের নম্বর প্লেট ছিল। দক্ষিণ ভারতের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই খুনের ঘটনায় শোক প্রকাশ করে বুধবার বলেছেন, 'পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।'
view commentsLocation :
First Published :
July 29, 2022 11:18 AM IST