Kolkata Crime: এখনও সদ্যোজাত শিশুদের ভাড়া নিয়ে ভিক্ষেবৃত্তি চলছে শহর কলকাতায়, কাণ্ডটা কী

Last Updated:

Kolkata Crime: মানুষের সহানুভূতি অর্জন করে সহজে রোজগারের একটা সহজ পথ এই শিশুদের নিয়ে ভিক্ষে করা। দীর্ঘদিন ধরে সদ্যজাতদের কোলে নিয়ে ভিক্ষে করার একটা চক্র চলে আসছে। অনেকটা বন্ধ হলেও, এখনো শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ব্যবসা চলছেই।

কলকাতা: শিশু শ্রমিক যদিও অনেক কমেছে। তবুও শহর কলকাতায় এখনও শিশুদের সামনে রেখে রোজগার চলছেই। শিশুদের দেখিয়ে মানুষের সহানুভূতি আদায় করে রোজগার চালাচ্ছে একটা বড় চক্র।প্রশাসন জেনেও চুপ। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এখানেই ভিক্ষে করে।ওদের চেনেন। ব্যাস এখানেই শেষ। কিন্তু আসল কাহিনী কোথায়?
কলকাতা শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দেখা যায় ভিখারিদের ভিক্ষে করার প্রবণতা। দেখা যায় প্রচুর মহিলা রয়েছেন,যাঁরা কোলে একেবারে দুধের শিশুকে নিয়ে ভিক্ষে করছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুগুলি অত শব্দ ও দোলার মধ্যেও অচৈতন্য হয়ে থাকে। মহিলারা ওই বাচ্চাদের নিয়ে দিনের পর দিন ভিক্ষাবৃত্তি করছে। আশেপাশের দোকানদার থেকে আরম্ভ করে ট্রাফিক পুলিশ, সবাইয়ের দাবি ওঁরা দীর্ঘদিন ধরে ওখানে আসে। কলকাতা ক্রাইমের আওতায় এই ভিক্ষাবৃত্তি কী করে এনে এই শিশুদের উদ্ধার করা হবে তা নিয়ে কোনও সদুত্তর নেই৷
advertisement
advertisement
কলকাতার ধর্মতলা চৌরঙ্গী মোড়ে কয়েকজন মহিলা ভিক্ষুক রয়েছেন। যাঁদের কোলে সারা বছরই ছ' মাস থেকে এক বছরের বাচ্চারা থাকে। প্রশ্ন দীর্ঘ ৭- ১০ বছর ধরে যাঁরা ভিক্ষে করছে, তাঁদের সেই বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে। নতুন করে বাচ্চা কোথা থেকে পাচ্ছেন?
advertisement
এরমধ্যে দেখা গেল একটি দেড় মাসের শিশুকে কোলে নিয়ে ভিক্ষে করছেন এক মহিলা। পাশে দাঁড়িয়ে ছিলেন কালো পোশাক পরিহিতা আরেক মহিলা। ফুটপাতের দোকানদাররা জানালেন ওই কালো পোশাক লম্বা ছিপছিপে মহিলা এই দেড় মাসের বাচ্চাটিকে ভাড়া দিয়েছে।
advertisement
এই বিষয় নিয়ে চাইল্ড লাইনের ১০৯৮ নাম্বারে যোগাযোগ করলে তারা বিষয়টি শুনে খোঁজ খবর নেবে বলে জানান। তবে সন্ধ্যা পর্যন্ত ওই মহিলারা ওখানে বাচ্চা নিয়ে তাদের ব্যবসা চালিয়ে  যাচ্ছিল৷
প্রশ্ন, এই দুধের শিশুদের নিয়ে যেভাবে দূষণের মধ্যে সারাদিন ভিক্ষাবৃত্তি করছে ওরা। অন্যদিকে অনেকেরই অভিযোগ  শিশুদের চুপ রাখার জন্য ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ায় ওরা। তবে এটার কি কোন বিহিত হবে? ছোট্ট শিশুদের কে না দেখিয়ে নিজেরা কি ভিক্ষেবৃত্তি  করতে পারে না? নানা প্রশ্ন জাগছে ওদের এই ধরনের ব্যবসার পদ্ধতি নিয়ে। সবকিছু প্রশাসনের নাকের ডগায় চলছে।
advertisement
SHANKU SANTRA
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kolkata Crime: এখনও সদ্যোজাত শিশুদের ভাড়া নিয়ে ভিক্ষেবৃত্তি চলছে শহর কলকাতায়, কাণ্ডটা কী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement