গয়ায় প্রকাশ্য রাস্তায় চলল গুলি! ভিডিও প্রকাশ করে নীতিশ সরকারকে তুলোধনা আরজেডি-র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বিহারের ব্যস্ত রাস্তার ওপরেই চলল গোলাগুলি৷ প্রকাশ্য দিবালোকেই গয়ার রাস্তার গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
গয়া: বিহারের ব্যস্ত রাস্তার ওপরেই চলল গোলাগুলি৷ প্রকাশ্য দিবালোকেই গয়ার রাস্তার গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তিন রাউন্ড গুলি চালায় এক ব্যক্তি৷ বুনিয়াদগঞ্জ থানা এলাকার ওই গুলি চালনার ঘটনার শিউরে ওঠা ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিওটি বিহারের বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনজনের একটি দল লাঠি হাতে থাকা আরেকজন ব্যক্তির দিকে এগিয়ে যায়। তারা তাকে তাড়া করে এবং তাড়া করার সময় গুলি চালায়। রাস্তায় একটি অটো-রিকশাও দেখা যায়, যেটিকে তারা থামিয়ে দেয়। এরপর আরও দু’জন ব্যক্তি লাঠি হাতে অস্ত্রধারীদের দিকে দৌড়ে আসে। তারপর একটি হাতাহাতি শুরু হয়, যেখানে একে অপরকে লাঠি দিয়ে মারতে দেখা যায়।
advertisement
advertisement
बताइए, क्या गज़ब हाल है!
गयाजी में भी हो गया फिर से दिनदहाड़े खुलेआम धायं धायं!
कितने अरमानों से, कितनी श्रद्धा से भाजपा नीतीश सरकार ने गया जिले का नाम गयाजी रखा था कि “सब चंगा सी” हो जाएगा! अपराध पर स्वतः ही नकेल कस जाएगा!
पर कैसे निर्लज्ज अपराधी हैं जो नए नामकरण का भी मान नहीं… pic.twitter.com/Mw86qmP36z— Rashtriya Janata Dal (@RJDforIndia) December 20, 2025
advertisement
আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর
প্রকাশ্য রাস্তায় গুলি চালনার ঘটনাকে কেন্দ্র ফের উত্তপ্ত বিহারের রাজনীতি৷ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারকে কটাক্ষ করে আরজেডি লিখেছে, ‘‘“বলুন তো, কী ভয়াবহ অবস্থা! গয়াজিতে আবারও দিনের আলোতে নির্লজ্জ গুলি চালানোর ঘটনা ঘটল! কত আশা নিয়ে, কত ভক্তি সহকারে বিজেপি-নিতীশ সরকার গয়া জেলার নাম বদলে গয়াজি রেখেছিল, ভেবে নিয়েছিল যে ‘সব ঠিক হয়ে যাবে’! অপরাধ আপনাআপনি নিয়ন্ত্রণে চলে আসবে!’’ প্রশাসনের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছে আরজেডি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 9:18 PM IST










