গুরগাঁওয়ে গণধর্ষনের শিকার জুডো খেলোয়াড়
Last Updated:
গুরগাঁওয়ে গণধর্ষনের শিকার জুডো খেলোয়াড়
#গুরগাঁও: ধর্ষনের হাত থেকে মুক্তি পাচ্ছেন না দেশের মহিলা খেলোয়াড়রাও ৷ গুরগাঁও-এ সম্প্রতি এক জুডো খেলোয়াড় গণধর্ষনের শিকার হলেন৷ জাতীয় স্তরের এই জুডো খেলোয়াড়কে দু’জন দুষ্কৃতি ধর্ষন করেছে বলে অভিযোগ ৷ গুরগাঁও মহিলা পুলিশ স্টেশনে ধর্ষনের অভিযোগ দায়ের হওয়ার পরেই এক দুষ্কৃতিকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ৷ বাকি অন্যজনের এখন খোঁজ চলছে৷