হোম /খবর /ক্রাইম /
অন্য কারও সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলেছিল প্রেমিকা, রাগে নৃশংস কাণ্ড প্রেমিকের

ছিঃ! অন্য কারও সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলেছিল প্রেমিকা, রাগে নৃশংস কাণ্ড ঘটালো 'নাবালক' প্রেমিক

পুলিশ সুপার নাথু সিং মীনা বলেছেন, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। কিশোরকে রিম্যান্ড হোমে পাঠানো হয়েছে৷

  • Share this:

ফের নারকীয় হত্যাকাণ্ড, এবার ঘটনাস্থল ঝাড়খণ্ড৷ ১৭ বছর বয়সী এক কিশোর তার প্রেমিকাকে ধাতব রড দিয়ে আঘাত করে খুন করে৷ কারণ ইনস্টাগ্রামে অন্য ছেলের সঙ্গে চ্যাট করেছিল মেয়েটি। হোলিতে নিখোঁজ হওয়ার পরে বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার একটি মাঠে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়৷ উর্জানগরের একটি নামী ইংলিশ মিডিয়ামে একই সঙ্গে পড়াশোনা করত তারা।

পুলিশ সুপার নাথু সিং মীনা বলেছেন, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। কিশোরকে রিম্যান্ড হোমে পাঠানো হয়েছে৷

 আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা

গত কয়েক মাসে দেশজুড়ে নারকীয় কিছু খুনের ঘটনা সামনে আসছে৷ ১৮ মে প্রেমিকাকে খুন করে আফতাব পুনেওয়ালা। তার আগে অবশ্য শ্রদ্ধার দেহ নিয়ে গিয়ে রেখেছিল বাথরুমে। ঘটনার দিন সন্ধে পৌনে ৮টার সময় ফ্ল্যাটের দরজা বন্ধ করে সামনের হার্ডওয়ার শপ থেকে একটি করাত, তিনটি ধারাল ছুরি এবং একটা হাতুড়ি কেনে সে। তারপর ঘরে ফিরে সেই সব ধারাল অস্ত্র দিয়েই একে একে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে পলিথিনে ভরে রাখে। খুনের পরের দিন ১৯ মে একটা দামী রেফ্রিজিরেটর কিনে সেখানে ভরে রাখে সেই সমস্ত পলিথিন। তারপর পরের চার-পাঁচ দিনে দিল্লির ছাত্তারপুর পাহারি এলাকার জঙ্গলে এক এক করে সেই দেহাংশ ছড়িয়ে আসতে থাকে আফতাব।

শ্রদ্ধা ওয়ালকরের পর নিকি যাদব। ফের দিল্লিতে নৃশংসভাবে নিহত হয় তরুণী।  দিল্লির নজফগঢ়ে এক ধাবার ফ্রিজার থেকে উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ। ৯ এবং ১০ ফেব্রুয়ারির মাঝের রাতে তার মোবাইলের ডেটা কেবল নিক্কির গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে। তার পর ধাবার ফ্রিজে রেখে দেয়। পর দিনই ছিল তার বিয়ে। প্রেমিকাকে খুন করে নিথর দেহ ফ্রিজে রেখে অম্লান বদনে সাহিল বাড়িতে গিয়ে বিয়ে করে পরিবারের পছন্দ করা অন্য তরুণীকে।

নিজের বন্ধু এবং প্রেমিকার প্রাক্তন। সেই যুবককে নৃশংস ভাবে খুন করল ২২ বছরের এক যুবক। পুলিশের দাবি, নিজের প্রেমিকাকে ফোন ও মেসেজ করত সেই বন্ধু, যে কি না প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডও। খুন করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। গোপনাঙ্গ, আঙুল কেটে দেহ ফেলে দিয়ে আসে। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সম্প্রতি ঝাড়খণ্ডের ঘটনাও শিউরে দিচ্ছে গোটা দেশকে৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Crime News