ভিন্ন জাতে বিয়ে, মেয়েকে গুলি করে সুটকেসবন্দি করল বাবা-মা

Last Updated:

Crime: কয়েকদিন আগেই মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন সেখানকার কর্মীরা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নিউদিল্লি: ভিন্ন জাতে বিয়ে করেছে মেয়ে। আর তার জেরে মেয়ের বাবার কাণ্ডে হতবাক সকলে। ঘটনা দক্ষিণ দিল্লির ভদ্রপুরে। অভিযোগ, নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেছে ওই ব্যক্তি। তার পরে মেয়ের দেহ একটি প্যাকেটে ভরে নেয়। সেই প্যাকেট পরে একটি সুটকেসের মধ্যে ঢুকিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দেয় সে। সবথেকে অবাক করা কাণ্ড, এই কাজে অভিযুক্ত বাবাকে সাহায্য করেছে মেয়েটির মা নিজেই।
কয়েকদিন আগেই মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন সেখানকার কর্মীরা। সুটকেস খুলতেই ভিতরে একটি দেহ মেলে। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু দেহটি চিহ্নিত করতে কিছুতেই পারছিল না পুলিশ। ময়নাতদন্তে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে ওই যুবতীকে। এরপরেই তরুণীর পরিচয় জানতে বিভিন্ন জায়গায় তার পোস্টার লাগিয়ে দেয় পুলিশ।
advertisement
তখনই পুলিশ খবর পায় এই যুবতীর নাম আয়ুশী চৌধুরি। দক্ষিণ দিল্লির বাসিন্দা। বছর ২২-এর আয়ুশী কম্পিউটারের ছাত্রী। তাঁর বাবার নাম নীতেশ যাদব। এর পরেই ওই তরুণীর বাবার কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করে পুলিশ। তদন্তকারীরা অবাক হন যে, এতোদিন ধরে নিখোঁজ থাকলেও, এই তরুণীর বাবা থানায় কোনও ডায়েরি করেননি।
advertisement
advertisement
শেষে ওই তরুণীর বাবা এবং মাকে জেরা করে পুলিশ। তাতেই ভেঙে পড়ে তারা। পুলিশের কাছে জানায়, আয়ুশী বেশ কিছু ধরে নিখোঁজ ছিলেন। পরে বাড়ি ফিরে আসেন তিনি। বিষয়টি ঘিরে সন্দেহ হয় আয়ুশীর বাবার। তিনি জিজ্ঞাসা করতেই আয়ুশীর জানান ভিন্ন ধর্মের এক ছেলের লুকিয়ে বিয়ে করেছেন তিনি।
advertisement
আর তাতে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে গুলি করে দেয় নীতেশ। পরে সেই দেহ সুটকেসে ভরে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দেয়। এই কাজে ওই ব্যক্তিকে সাহায্য করে অয়ুশীর মা ও। দুজনকেই আপাতত গ্রেফতার করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভিন্ন জাতে বিয়ে, মেয়েকে গুলি করে সুটকেসবন্দি করল বাবা-মা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement