Ayan Sil: পুর নিয়োগে এবার সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে তিন থেকে চারদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি। এই মর্মে তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে সংশোধনাগারে জেরা করার অনুমতি পেল ইডি।
সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিশেষ সিবিআই আদালতে (ইডি কোর্ট) আবেদন করেছিল যে তারা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের প্রয়োজনে অয়ন শীলকে জেরা করতে চায়। তাদের পক্ষ থেকে আদালতে বলা হয়, তিন থেকে চার দিন জেরা করতে লাগবে। আদালত সেই অনুমতি দিয়েছে।
১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে তিন থেকে চারদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরা করবে ইডি। এই মর্মে তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে আদালত। সংশোধনাগারে গিয়ে অয়নের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সমস্ত রকম সহযোগিতা করবে সংশোধনাগার কর্তৃপক্ষ।
advertisement
advertisement
প্রসঙ্গত মাস খানেক আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সল্টলেকের অফিসে অভিযান চালিয়েছিল ইডি। সেখানেই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। মিলেছিল পুরসভা নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট। ইডির দাবি, অয়নের সংস্থা এবিএস ইনফোজোন বিভিন্ন পুরসভার নিয়োগের বরাত পেয়েছিল। তা খতিয়ে দেখতে গিয়ে পুর নিয়োগেও দুর্নীতির প্রমাণ মেলে। এরপর কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালতের অনুমতি পেয়ে সিবিআই এফআইআর করে। ইডি ইসিআইআর করে। তদন্ত শুরু করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পক্ষ থেকে অভিযান চলে ১৪টি পুরসভা ও অয়নের সংস্থার অফিসে। বাজেয়াপ্ত করা হয় নথি। ইডির তরফেও একাধিক পুরসভাকে নোটিস পাঠিয়ে নিয়োগ সংক্রান্ত নথি তলব করা হয়েছে। অয়নের সংস্থার কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড হয়েছে। এবার অয়নের বয়ান রেকর্ড করতে চলেছে ইডি।
advertisement
অন্যদিকে সিবিআইও তদন্ত চালাচ্ছে। তাদের তরফে পুর নিয়োগ নিয়ে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে একাধিক পুর নিয়োগ সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে। এমনকী, একাধিক পুরসভা থেকে ডিজিটাল এভিডেন্স ও ওএমআর শিট বাজেয়াপ্ত করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক ব্যক্তিকে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 6:50 AM IST