Durga Puja 2021: পুজোর রাতে ঘরে ঢুকে দুই প্রৌঢ়ার ওপর দুষ্কৃতী হামলা...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজোর (Durga Puja) রাতে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক | বউমা ও শাশুড়ির ওপর হামলা ঘিরে উঠছে প্রশ্ন |
#উলুবেড়িয়া: গোটা এলাকা যখন (Durga Puja) আনন্দউৎসবে মাতোয়ারা ঠিক তখনই বাড়িতে ঢুকে দুই প্রৌঢ়ার (Elderly Women) ওপর হামলা অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে | ঘটনা ঘিরে চাঞ্চল্য উলুবেড়িয়াতে (Uluberia) | ঘর থেকে উদ্ধার একজনের মৃতদেহ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতার শাশুড়ি | নবমীর রাতে রহস্যজনক ভাবে বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহবধূর মৃতদেহ। গলায় ধারলো অস্ত্রের কোপে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি শাশুড়ি। মৃতের নাম স্বপ্না চন্দ্র। খোয়া গিয়েছে বেশকিছু সোনার গহনা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
আরও পড়ুন - Lifestyle: Durga Puja-র আমেজ ছড়িয়ে পড়ুক প্রতি কোণে; সামান্য বদলেই ঝলমলিয়ে উঠুক গৃহকোণ!
advertisement
উলুবেড়িয়া (Uluberia) নোনা শিবতলা এলাকায়, পারিবারিক এবং এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় প্রতিদিনের মতোই স্বপ্না দেবীর ভাই ফোন করেছিলেন কিন্তুু বার বার ফোন করলেও দিদি ফোন না তোলায় তাদের সন্দেহ হয়। স্বপ্না দেবীর ভাই দিদির পাশের বাড়ির এক পরিচিতকে ফোন করে ঘটনাটি জানালে প্রতিবেশীরা বাড়িতে এসে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয় উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ভিতরে ঢুকে স্বপ্না দেবীকে মৃত অবস্থায় সিঁড়ির ওপর থেকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় শাশুড়িকে ওপরের ঘরে পড়েছিলেন তড়িঘড়ি পুলিশ তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্বপ্না দেবীর শাশুড়ির থেকে পুলিশ জানাতে পারে, দুর্গাপুজোর (Durga Puja 2021) নবমীর দিন সন্ধ্যায় তাদের বাড়িতে কয়েকজন অপরিচিত লোক এসেছিলো, সুযোগ বুঝে তারাই তার ও তার বৌমার ওপর হামলা চালায় | দুষ্কৃতীদের কাউকেই চিনতে পারেননি তিনি, দুষ্কৃতীদের হামলায় আহত হয়ে পরে থাকায় সেও বৌমার কোনো খোঁজ পায়নি |
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে | কে বা কারা এসেছিলো তা খতিয়ে দেখা হচ্ছে | যারা এসেছিলো সম্ভবত তারা স্বপ্না দেবীর পরিচিত না হলে তারা ঘরে ঢুকলো কি করে | অন্য দিকে চুরির জন্য যদি খুন হতো তাহলে কেন দুষ্কৃতীরা তার শাশুড়িকে কেন অল্প আঘাত করে ফিরেগেলো ? পুলিশ জানতে পারে স্বপ্না দেবীর স্বামী দীর্ঘদিন ধরে স্বপ্না দেবীর বোনের সাথে হাওড়া শহর অঞ্চলে থাকেন , এমনকি স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে | অন্য দিকে স্বপ্না দেবীর ছেলে বেশ কয়েকজনের সাথে আর্থিক তছরুপ করে এলাকা ছেড়ে পালিয়ে যায় |
advertisement
Debasish Chakraborty
Location :
First Published :
October 16, 2021 12:53 PM IST