Crime News: কালভার্টের নীচ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ! সামনে আসতেই দেখা গেল সেই ভয়ঙ্কর হাড়হিম দৃশ্য
- Published by:Rachana Majumder
Last Updated:
বস্তার ভিতর থেকে পাওয়া যায় পচাগলা দেহ
#পটনা: সামনে এল এক ভয়ঙ্কর অপরাধ৷ নেপথ্যে বিহারের ছাপড়া৷ পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী দিন কয়েক ধরেই স্থানীয় এক কালভার্টের নীচ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল৷ প্রথমে স্থানীয়েরা ভেবেছিলেন কোনও পশু মরে পচে গিয়েছে৷ কিন্তু কে জানত আসল ঘটনা এমন সাংঘাতিক৷
পুলিশ গিয়ে একটি বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতর থেকেই মেলে দুটি পচা গলা, ক্ষতবিক্ষত দেহ৷ দেহদুটি এতটাই বিকৃত ছিল যে কোনওভাবেই তাদের চিহ্নিত করা যায়নি৷ পুলিশের প্রাথমিক অনুমান গলা কেটে মেরে ফেলার পরে প্রমাণ লোপাটের জন্য তাদের বস্তায় ভরে ফেলে দেওয়া হয়৷ আশেপাশের এলাকায় কাদের কাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে, সেই সব তথ্য জড়ো করছে পুলিশ৷ মৃতদের একজনের পরনে ছিল নীল প্যান্ট ও চেক শার্ট৷ মৃতদেহের কাছে একটি লাল বেডশীটও পাওয়া গিয়েছে৷
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, সদ্যোজাতকে কোলে নিয়েই হাসাপাতালের বিছানায় অঙ্ক কষলেন সবিতা! দেখুন
পুলিশের অনুমান, অন্য কোনও জায়গা থেকে খুন করে, দেহদুটি টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে ঘটনাটি চার থেকে পাঁচ দিন আগের৷ এসপি গৌরব মঙ্গলা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 11:40 PM IST