Cyber Crime: কয়েকজন যুবক-যুবতী ঘর ভাড়া নিয়ে সারা রাত জেগে, কম্পিউটার কিম্বা ল্যাপটপে কি করছে? তা কি খোঁজ রাখেন?

Last Updated:

Cyber Crime: ঝরঝরে ইংরেজি বলা কিংবা কোন ভাষায় কথা বলা এবং বিশ্বাসযোগ্যভাবে বলা। এই ধরনের ছেলেমেয়েদের খপ্পরে পড়ছে বেশিরভাগ মানুষ। সে ,এ দেশ হোক! আর বিদেশ!প্রতারিত হচ্ছে প্রচুর টাকা।

১৮-১৯ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীরা জড়িত রয়েছে বলে খবর- Photo - Representative
১৮-১৯ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীরা জড়িত রয়েছে বলে খবর- Photo - Representative
কলকাতা: প্রায় দিনই পুলিশি ধরপাকড় চলছে। বিদেশিদের টেক (Technology) সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা চলছে। ইতিমধ্যে এই খপ্পরে পড়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। অভিযোগ অনুযায়ী গ্রেফতার হয়েছে অনেকে। তবে এই চক্র অন্তত পক্ষে ১০ থেকে ১৫ বছর ধরে চলছে। ইদানিংকালে এই চক্রের গ্রুপ বেড়েছে অত্যধিক পরিমাণে।যেখানে ১৮-১৯ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীরা জড়িত রয়েছে বলে খবর।
শহর কলকাতা কিংবা শহরতলির বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে এই চক্র চলছে। সূত্রের খবর অনুযায়ি, রাত্রি হলেই কয়েকজন যুবক,যুবতী গাড়ির মধ্যে বসে, কিম্বা কোনও ঘরে বসে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে বিদেশে টেকনোলজি সাপোর্ট দেওয়ার নাম করে ভুয়ো ফোন করছে।সেই পন্থায় প্রতারণা করছে লক্ষ-লক্ষ টাকা।
advertisement
advertisement
চলতি বছরের জানুয়ারির ২৪ এবং ২৫ তারিখ নাগাদ কানাডার ওটাওয়ার এক মহিলা,ডনা হেগার্টি পটাস, কানাডিয়ান ইন্টারপোলের কাছে একটি প্রতারণার অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগ করেছিলেন, দুই ব্যক্তি তাঁর কাছ থেকে কানাডিয়ান ৮ হাজার ডলার ভারতীয় মুদ্রায় যা ৪ লক্ষ ৯০ হাজার টাকা টেক সাপোর্টের নাম করে জমা নিয়েছে। তাঁরা নিজেদের কানাডার প্রখ্যাত টেলিকম সংস্থা -বেল কমিউনিকেশনস-র কর্মী বলে পরিচয় দিয়েছিল। পরে তিনি জানতে পারেন সেটি সম্পূর্ণ ভুয়ো।
advertisement
ইন্টারপোলের দিল্লি দফতরের মাধ্যমে কলকাতা পুলিশ বিষয়টি জানতে পারে। তারপর কলকাতা পুলিশ স্বতপ্রণোদিত হয়ে মামলা করে জানতে পারে, যে দুটি অ্যাকাউন্টের দু-কিস্তিতে টাকা জমা হয়েছে। সেই অ্যাকাউন্ট দুটি একবালপুরের বাসিন্দা জুনেদ আনসারি ও গার্ডেনরিচের সাদাব আলমের। পরে পুলিশ তদন্তে নেমে শেখ আনসারি সহ মোট ৬ জনকে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থেকে গ্রেফতার করে। সেখানে আনসারি একটি ভুয়ো কল সেন্টার চলাচ্ছিল।
advertisement
পুলিশ তাজ্জব হয়ে গেছে এদের কাজকর্ম দেখে। অনেকের বক্তব্য,এই ধরনের সাইবার প্রতারকদের পাল্লায় পড়ে বিদেশের বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। কিছুদিন আগে আমেরিকান এক বৃদ্ধ প্রায় ৯০ লক্ষ টাকা পার্ক সার্কাসের এক হ্যাকারের কাছে খুইয়ে ছিলেন। অবশেষে সেই হ্যাকারও গ্রেফতার হয়। তবে এইধরণের অপরাধের পরিমাণ বাড়ছে।
SHANKU SANTRA
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Cyber Crime: কয়েকজন যুবক-যুবতী ঘর ভাড়া নিয়ে সারা রাত জেগে, কম্পিউটার কিম্বা ল্যাপটপে কি করছে? তা কি খোঁজ রাখেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement